০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় ৩টি চোরাই সিএনজি অটো টেক্সিসহ গ্রেফতার ১

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই সিএনজি অটো টেক্সি উদ্ধার করা হয়েছে এবং একই সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। শনিবার (৫ই অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সদর ইউনিয়নের জোনাবীরপাড়া সংলগ্ন কাজীর পুকুর পাড়স্থ শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অভিযান চালিয়ে চোরাইকৃত ৩টি সিএনজি অটো টেক্সি উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই ওয়ার্কসপের ম্যানেজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম তামজিদ হোসেন (২৭)।

সে উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশহাট মওলা পাড়ার মোস্তাক আহম্মদের পুত্র। এ ঘটনায় লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক নুরুল কবির (৪৫) এবং ম্যানেজার তামজিদ হোসেন (২৭) কে এজাহার নামীয় আসামি করে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩টি চোরাই সিএনজি অটো টেক্সি উদ্ধার করাসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে, চক্রের অন্যতম সদস্য শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর মালিক পলাতক আসামী নুরুল কবিরসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করাসহ তাদের জিন্মায় আর কোন সিএনজি অটোরিকশা থাকলে সেগুলো উদ্ধার করার জন্য তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

লোহাগাড়ায় ৩টি চোরাই সিএনজি অটো টেক্সিসহ গ্রেফতার ১

প্রকাশিত : ০৫:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই সিএনজি অটো টেক্সি উদ্ধার করা হয়েছে এবং একই সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। শনিবার (৫ই অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সদর ইউনিয়নের জোনাবীরপাড়া সংলগ্ন কাজীর পুকুর পাড়স্থ শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অভিযান চালিয়ে চোরাইকৃত ৩টি সিএনজি অটো টেক্সি উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই ওয়ার্কসপের ম্যানেজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম তামজিদ হোসেন (২৭)।

সে উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশহাট মওলা পাড়ার মোস্তাক আহম্মদের পুত্র। এ ঘটনায় লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক নুরুল কবির (৪৫) এবং ম্যানেজার তামজিদ হোসেন (২৭) কে এজাহার নামীয় আসামি করে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩টি চোরাই সিএনজি অটো টেক্সি উদ্ধার করাসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে, চক্রের অন্যতম সদস্য শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর মালিক পলাতক আসামী নুরুল কবিরসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করাসহ তাদের জিন্মায় আর কোন সিএনজি অটোরিকশা থাকলে সেগুলো উদ্ধার করার জন্য তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস