বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার এর বান্দরবান আগমন উপলক্ষে কেরানীহাটে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ বিরোধী দল ও মতের রাজনীতিকে স্তব্ধ করে, গণমাধ্যম ও বিচারব্যবস্থাকে কব্জায় এনে সারাজীবনের জন্য ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্রসমাজ ও গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই বিপ্লব ছিল জনগণের মুক্তির রূপরেখা।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় বান্দরবান যাওয়ার প্রাক্কালে সাতকানিয়ার কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৫ আগস্টে গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যর ডাক দিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের আগামী জাতীয় নিবার্চনে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা কে আমরা বলেছি আধিপত্যবাদী ও বাইরের কোন চক্রান্ত আবারো আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করলে আপনি তাদের প্রশ্রয় দিবেন না।
আওয়ামী লীগ গত এক যুগ ধরে দেশকে ফ্যাসিবাদের পথে ঠেলে দিয়েছে। ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচনের নামে একদলীয় ক্ষমতা কায়েম করে দেশের রাজনীতিকে অকার্যকর করে দেওয়া হয়েছে
পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানা শাখার আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট শহর শাখার আমির মুহাম্মদ নাছির, সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।
ডিএস.