১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

পাবনায় বেড়াতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রী নিখোঁজ, ১৬ ঘন্টা পর উদ্ধার

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ঘাটে নৌকায় পদ্মা নদী ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন স্বামী-স্ত্রী। তবে তৎক্ষণাৎ তাদের খুঁজে পাওয়া না গেলেও নিখোঁজের ১৬ ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নাজিরগঞ্জ নৌপুলিশ ও ডুবুরি দল তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে সুজানগর উপজেলার সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় বেড়াতে যান অনেকেই। এসময় নৌকায় পদ্মা ভ্রমণের জন্য একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন ২০ থেকে ২৫ জন। এর মধ্যে নিহত হৃদয় ও মৌ আক্তারও ছিলেন। এরপর নৌকাটি মাঝ নদীতে গিয়ে স্রোতে ডুবে যায়। এরপর আশেপাশের কয়েকটি নৌকা এসে কয়েকজন উদ্ধার করে এবং কয়েকজন সাঁতরেও জীবন রক্ষা করেন। কিন্তু স্রোতে হারিয়ে যায় হৃদয় ও মৌ নামের স্বামী স্ত্রী।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। গতকাল শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিরসফর উপলক্ষ্যে সাথীসমাবেশ

পাবনায় বেড়াতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রী নিখোঁজ, ১৬ ঘন্টা পর উদ্ধার

প্রকাশিত : ১২:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ঘাটে নৌকায় পদ্মা নদী ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন স্বামী-স্ত্রী। তবে তৎক্ষণাৎ তাদের খুঁজে পাওয়া না গেলেও নিখোঁজের ১৬ ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নাজিরগঞ্জ নৌপুলিশ ও ডুবুরি দল তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে সুজানগর উপজেলার সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় বেড়াতে যান অনেকেই। এসময় নৌকায় পদ্মা ভ্রমণের জন্য একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন ২০ থেকে ২৫ জন। এর মধ্যে নিহত হৃদয় ও মৌ আক্তারও ছিলেন। এরপর নৌকাটি মাঝ নদীতে গিয়ে স্রোতে ডুবে যায়। এরপর আশেপাশের কয়েকটি নৌকা এসে কয়েকজন উদ্ধার করে এবং কয়েকজন সাঁতরেও জীবন রক্ষা করেন। কিন্তু স্রোতে হারিয়ে যায় হৃদয় ও মৌ নামের স্বামী স্ত্রী।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। গতকাল শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ডিএস