জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন, জাবিপ্রবি।শনিবার দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী অধিকার আন্দোলন এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মিনহাজ, সাদেকুর রহমান, সোহান মিয়াসহ আরো অনেকে । সমাবেশে প্রকৌশল বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা
ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড ও সমমান পদে প্রবেশের জন্য সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোন কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
টেকনিক্যাল দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ই সমান পরীক্ষার সুযোগ পান।বিএসসি ডিগ্রী ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না এইজন্য আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে। তিন দফা বাস্তবায়নের জোর দাবী জানান।
ডিএস.