নরসিংদীর রায়পুরায় নদী দূষন ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এবার ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। “Stop River Pollution, Save Lives” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রায়পুরা মেঘনা সুইম ২০২৫’ এর সাঁতার প্রতিযোগিতা।
শনিবার (১৯এপ্রিল) সকালে রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ৩ টি ক্যাটাগরীতে দিনব্যাপী এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনটি ক্যাটাগরির মধ্যে ৫ কিলোমিটার সাঁতারে ২২ জন, ২ কিলোমিটারে ২৭ জন এবং ৭৫০ মিটারে ৭ জন সহ সর্বমোট ৫৫ জন সাঁতারু অংশ নেয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার নেতৃত্বে সাঁতারুদের নিরাপত্তায় ১০টি নৌকায় মোট ৪৫ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষনিক কাজ করেছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা এলাকায় স্টার্টিং পয়েন্টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন চৌধুরী। এসময় তিনি সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, সাংবাদিক ফোরামের সভাপতি হারুণ অর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জয়নুল আবেদীন, বশিরর আহমেদ মোল্লা, মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটনসহ বিভিন্ন গণমাধ্যম ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সাঁতার প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিলো রায়পুরা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ফোরাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “এই ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং মাদক থেকে দূরে রাখে।