বাগেরহাটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মত বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুর্প্রীম কোর্ট এর হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং খুলনা বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব মাহমুদুল হক।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলামের সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালদ্বয়ের বিচারক বিজ্ঞ জেলা জজ জনাব রোজিনা আক্তার ও জাকির হোসেন খান । এছাড়া বাগেরহাট জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক, জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিমসহ জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেটবৃন্দ, আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান লাহু , সদস্য সচিব , পিপি, জিপি আইনজীবীবৃন্দ ও বিচারপ্রার্থী জনগন।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট বিচার বিভাগের চলমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান।
মতবিনিময় সভার পূর্বে মাননীয় বিচারপতি মহোদয় বিচারপ্রার্র্থীদের বিশ্রাম, টিফিন গ্রহন, কম্পিউটার কম্পোজ ও ফটোকপিয়ার মেশিন, মাতৃদুগ্ধ গ্রহন ও শৌচাগারের সুবিধা সম্বলিত ১০০০ বর্গফুটের ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন।
ডিএস/