০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

 বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনা প্রতিরোধে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ‌্য সচিব আসাদুল ইসলাম এ তথ‌্য জানান। স্বাস্থ‌্য সচিব জানান, প্রধানমন্ত্রী দেশবাসীকে জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। সচিব বলেন, প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়েছেন। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সময় থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা হল এটা যেহেতু একটা ছোঁয়াচে রোগ, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন স্তরের কর্মকৌশল নেয়া হয়েছে। যাতে না আসে, সেজন্য প্রথম ব্যবস্থা নিয়েছে। যদি আসে তাহলে কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করব। তৃতীয় স্তর হল যদি প্রাদুর্ভাব হয় তাহলে আমরা কীভাবে ম্যানেজ করব। তিনি বলেন, আমাদের মাধ্যমে আপনাদের প্রতি ওনার অনুরোধ হলো, আমরা যেন আতঙ্কিত না হই। এটা একটা ভাইরাস। আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কারোনাভাইরাসে আক্রান্তরা বিমানবন্দরে শনাক্ত হয়নি- এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, এই ভাইরাসের প্রকৃতিটা একটু জানা দরকার। ভাইরাস যদি থাকে তবে সঙ্গে সঙ্গে জ্বর আসবে না, ধরা পড়বে না বা উপসর্গ দেখা দেবে না। ১৪ দিন পর্যন্ত এটা উপসর্গ দেখা নাও দিতে পারে। যখন উনি দেশে এসেছেন কোনও উপসর্গ ছিল না। এটা শনাক্ত করার কোনও ব্যবস্থা নেই।

সচিব বলেন, ‘স্ক্যানিংয়ে তার জ্বর ধরা পড়বে না, এমনকি যদি ব্ল্যাড টেস্টও করা হয় রিপোর্ট নেগেটিভ আসবে। তাই যে কেউ চলে আসতে পারবে। আমরা ব্যবস্থা করেছি যে, তাদের (বিদেশে ফেরত যাত্রী) একটি লোকেটর ফরম দিয়ে দেয়া হয়েছে। সেখানে সে কোথায় থাকবে কীভাবে থাকবে সেটা লেখা থাকবে। যদি কোনও উপসর্গ দেখা দেয় সে যোগাযোগ করবে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ সম্মেলনে জানায়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দু’জন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

 বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রকাশিত : ০৫:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ‌্য সচিব আসাদুল ইসলাম এ তথ‌্য জানান। স্বাস্থ‌্য সচিব জানান, প্রধানমন্ত্রী দেশবাসীকে জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। সচিব বলেন, প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়েছেন। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সময় থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা হল এটা যেহেতু একটা ছোঁয়াচে রোগ, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন স্তরের কর্মকৌশল নেয়া হয়েছে। যাতে না আসে, সেজন্য প্রথম ব্যবস্থা নিয়েছে। যদি আসে তাহলে কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করব। তৃতীয় স্তর হল যদি প্রাদুর্ভাব হয় তাহলে আমরা কীভাবে ম্যানেজ করব। তিনি বলেন, আমাদের মাধ্যমে আপনাদের প্রতি ওনার অনুরোধ হলো, আমরা যেন আতঙ্কিত না হই। এটা একটা ভাইরাস। আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কারোনাভাইরাসে আক্রান্তরা বিমানবন্দরে শনাক্ত হয়নি- এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, এই ভাইরাসের প্রকৃতিটা একটু জানা দরকার। ভাইরাস যদি থাকে তবে সঙ্গে সঙ্গে জ্বর আসবে না, ধরা পড়বে না বা উপসর্গ দেখা দেবে না। ১৪ দিন পর্যন্ত এটা উপসর্গ দেখা নাও দিতে পারে। যখন উনি দেশে এসেছেন কোনও উপসর্গ ছিল না। এটা শনাক্ত করার কোনও ব্যবস্থা নেই।

সচিব বলেন, ‘স্ক্যানিংয়ে তার জ্বর ধরা পড়বে না, এমনকি যদি ব্ল্যাড টেস্টও করা হয় রিপোর্ট নেগেটিভ আসবে। তাই যে কেউ চলে আসতে পারবে। আমরা ব্যবস্থা করেছি যে, তাদের (বিদেশে ফেরত যাত্রী) একটি লোকেটর ফরম দিয়ে দেয়া হয়েছে। সেখানে সে কোথায় থাকবে কীভাবে থাকবে সেটা লেখা থাকবে। যদি কোনও উপসর্গ দেখা দেয় সে যোগাযোগ করবে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ সম্মেলনে জানায়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দু’জন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

বিজনেস বাংলাদেশ/ এ আর