নগরীতে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইয়াছিন আবেদীন সোহাগ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৭। সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় মোঃ নিশান এর বাড়ীর নিচ তলা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন জেলার সীতাকুন্ডের ফুলতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র বর্তমানে নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরী রোডের স্টেশন কলোনী বসবাস করে। একই ঘটনায় মোঃ নিশান (২৯) নামের অপর আসামী পালিয়ে গেছে বলে জানিয়েছেন র্যাব। সে নগরীর পাঁচলাইশ থানার ষোলকবহর এলাকার সৈয়দ মোঃ নওসেদ এর পুত্র। র্যাব- ৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ( সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে জানান আজ সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে এবং আরো একজন পালিয়ে গেছে। উল্লেখ্য আসামী মোঃ ইয়াছিন আবেদীন সোহাগ এর বিরুদ্ধে সদরঘাট থানায় ১ টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৯৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক ১
-
চট্টগ্রাম ব্যুরো - প্রকাশিত : ১২:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















