০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ফের রাস্তায় বেলারুশের মানুষ

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে দেশটির মানুষ। বিশাল এক বিক্ষোভ থেকে লুকাশেঙ্কো শাসনের অবসান চায় তারা।

বিবিসি জানায়, রাজধানী মিনস্কে বিশাল সেই বিক্ষোভে বাধা দেয় সরকারি বাহিনী। গ্রেপ্তার করা হয় কয়েক ডজন বিক্ষোভকারীকে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এবং নতুন নির্বাচনের দাবিতে ৯ আগস্ট থেকে বিক্ষোভে নামে বেলারুশের জনগণ। সোভিয়েত সময়ের পর সবচেয়ে বড় বিক্ষোভ সংঘটিত হয় দেশটিতে।

টানা বিক্ষোভের ধারাবাহিকতায় গতকাল ফের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

১৯৯২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বেলারুশ। এর মাত্র দুই বছর পর দেশটির ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। এর পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৬ বছর ধরে দেশের ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন তিনি। তাকে বলা হয় ইউরোপের শেষ স্বৈরাচার।

৯ আগস্ট নির্বাচনে অভাবনীয় ব্যবধানে জিতে ফের ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। তবে তার বিরুদ্ধে ভোটচুরি ও অনিয়মের অভিযোগ এনে রাস্তায় নেমে আসে বেলারুশের মানুষ।

একের পর এক বিক্ষোভে ভিত নড়ে উঠলেও ক্ষমতায় অটল লুকাশেঙ্কো। রাশিয়ার সরাসরি সমর্থনে বিক্ষোভ দমনেও সচেষ্ট তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

ফের রাস্তায় বেলারুশের মানুষ

প্রকাশিত : ০৭:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে দেশটির মানুষ। বিশাল এক বিক্ষোভ থেকে লুকাশেঙ্কো শাসনের অবসান চায় তারা।

বিবিসি জানায়, রাজধানী মিনস্কে বিশাল সেই বিক্ষোভে বাধা দেয় সরকারি বাহিনী। গ্রেপ্তার করা হয় কয়েক ডজন বিক্ষোভকারীকে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এবং নতুন নির্বাচনের দাবিতে ৯ আগস্ট থেকে বিক্ষোভে নামে বেলারুশের জনগণ। সোভিয়েত সময়ের পর সবচেয়ে বড় বিক্ষোভ সংঘটিত হয় দেশটিতে।

টানা বিক্ষোভের ধারাবাহিকতায় গতকাল ফের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

১৯৯২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বেলারুশ। এর মাত্র দুই বছর পর দেশটির ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। এর পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৬ বছর ধরে দেশের ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন তিনি। তাকে বলা হয় ইউরোপের শেষ স্বৈরাচার।

৯ আগস্ট নির্বাচনে অভাবনীয় ব্যবধানে জিতে ফের ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। তবে তার বিরুদ্ধে ভোটচুরি ও অনিয়মের অভিযোগ এনে রাস্তায় নেমে আসে বেলারুশের মানুষ।

একের পর এক বিক্ষোভে ভিত নড়ে উঠলেও ক্ষমতায় অটল লুকাশেঙ্কো। রাশিয়ার সরাসরি সমর্থনে বিক্ষোভ দমনেও সচেষ্ট তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর