সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দেয় ভুটানকে। এবার তৃতীয় ম্যাচে স্বাগতিকরা হারাল ভারতকে।
টানা দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সাত পয়েন্ট পেয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকল লাল-সবুজের দল। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে ভারত।
এদিন ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। অবশ্য গোলটি আসে পেনাল্টি থেকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগিয়ে সফল স্পট কিকে বাংলাদেশকে এগিয়ে নেন শামসুন্নাহার।
এরপর বাকি অংশ রক্ষণ আগলে খেলে বাংলাদেশ। পুরো সময়ে শত চেষ্টা করেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি ভারত।
আগামী রোববার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ