০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
এনডিইউবি ক্রিকেট লীগ

ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 4

আগামীকাল ৩১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬। নটর ডেমের নিজস্ব মাঠে প্রতিবছর এই ক্রিকেট লীগ আয়োজিত হয়। যার শুরু ২০১৭ থেকে। এবার ৪টি দল অংশগ্রহণ করছে লীগে, ইংলিশ, বিজনেস এডমিন্সট্রেশন, সিএসই ও ল৷ ক্রিকেট লীগকে ঘিরে নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ভিন্ন এক আমেজ।

কঠোর অনুশীলনে খেলোয়াড়রা প্রস্তুত সাথে ফ্যানরাও। ৩১ জানুয়ারী থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারী। ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, “এই টুর্নামেন্ট নটরডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ্য প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।এদিকে ৫ বারের ফাইনালিস্ট ও ৩ বারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবার মাঠে নামছে চিরচেনা আকাশী-সাদা জার্সিতে।

টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম ও মিডিয়া পার্টনার লন্ডন ভিত্তিক বাংলাদেশ জনপ্রিয় স্পোর্টস অনলাইন আল্টিমেট স্পোর্টস ছাড়াও দলটির কো-স্পন্সরে আছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো। দলটির অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, ” ফেয়ার প্লে আর স্পোর্টসম্যানশীপের জন্য ইংলিশ সব সময় সমাদৃত। বিগত বছরগুলোতে আমাদের ধারাবাহিক সফলতা আমাদের এবারের অনুপ্রেরণার মূল উৎস।উল্লেখ্য এই টি-টেন লীগে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় প্রতি আসরে যার মধ্যে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও নটর ডেম কলেজের ছাত্ররা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

এনডিইউবি ক্রিকেট লীগ

ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস

প্রকাশিত : ০৫:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আগামীকাল ৩১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬। নটর ডেমের নিজস্ব মাঠে প্রতিবছর এই ক্রিকেট লীগ আয়োজিত হয়। যার শুরু ২০১৭ থেকে। এবার ৪টি দল অংশগ্রহণ করছে লীগে, ইংলিশ, বিজনেস এডমিন্সট্রেশন, সিএসই ও ল৷ ক্রিকেট লীগকে ঘিরে নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ভিন্ন এক আমেজ।

কঠোর অনুশীলনে খেলোয়াড়রা প্রস্তুত সাথে ফ্যানরাও। ৩১ জানুয়ারী থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারী। ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, “এই টুর্নামেন্ট নটরডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ্য প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।এদিকে ৫ বারের ফাইনালিস্ট ও ৩ বারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবার মাঠে নামছে চিরচেনা আকাশী-সাদা জার্সিতে।

টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম ও মিডিয়া পার্টনার লন্ডন ভিত্তিক বাংলাদেশ জনপ্রিয় স্পোর্টস অনলাইন আল্টিমেট স্পোর্টস ছাড়াও দলটির কো-স্পন্সরে আছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো। দলটির অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, ” ফেয়ার প্লে আর স্পোর্টসম্যানশীপের জন্য ইংলিশ সব সময় সমাদৃত। বিগত বছরগুলোতে আমাদের ধারাবাহিক সফলতা আমাদের এবারের অনুপ্রেরণার মূল উৎস।উল্লেখ্য এই টি-টেন লীগে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় প্রতি আসরে যার মধ্যে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও নটর ডেম কলেজের ছাত্ররা।

ডিএস./