রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদ্বার ঘাট হবে প্লাস্টিক কারখানা ও গোডাউনে লাগা আগুনের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
সোমবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আনোয়ার।
তিনি বলেন, এখন পর্যন্ত ভবনের নিচতলায় হোটেল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভেতরে আরও মরদেহ রয়েছে কি না সে বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি করছে।
আগুনে ভবনের নিচতলায় বরিশাল হোটেলের ওপরে পাটাতনে কর্মীদের থাকার স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।
এরআগে ওই কারখানায় দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























