চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। যেখানে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য প্রায় ১২০০ টাকা, সেখানে ভোক্তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত সর্বশেষ তিন জানুয়ারি বাজারে বেশি টাকা দিয়েও মিলছে না গ্যাস সিলিন্ডার।
স্থানীয় ভোক্তারা অভিযোগ করে জানান, গত এক সপ্তাহ ধরেই এই অতিরিক্ত দাম আদায় করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো নজরদারি বা অভিযান দেখা যাচ্ছে না। গ্যাস ডিলার ও খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে ইচ্ছামতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে বলে অভিযোগ তাদের।
এদিকে এমন অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া কেরানী হাট এলাকার কয়েকজন গ্যাস সিলিন্ডার বিক্রেতার সাথে কথা হলে তারা জানান ,কোম্পানির কাছ থেকে গ্যাস পাচ্ছেন না তারা ,বেশিরভাগ দোকানে গ্যাস নেই, আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে গ্যাস ক্রয় করি, কিন্তু কয়েকদিন ধরে কোম্পানিগুলো আমাদেরকে গ্যাস দিচ্ছে না, তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাস আমদানি করতে না পারার কারণে গ্যাস সংকট রয়েছে। যার কারণে আপাতত আমাদের কাছে গ্যাস নেই।
বাজারে গ্যাস সিলিন্ডার কিনতে আসা সাবিনা ইয়াসমিন নামেএক গৃহিণী বলেন,রান্নার গ্যাস ছাড়া চলার উপায় নেই। বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে গ্যাস।
সিলিন্ডার খুঁজতে গিয়ে ৩ জানুয়ারি একই রকম বিপদে পড়ে আরেক ক্রেতা, তিনি জানান পাঁচটি দোকান ঘুরেও কোথাও গ্যাস পাননি তিনি, এভাবে গ্যাস সংকট হলে মানুষ চলবে কিভাবে ? গ্যাস সিলিন্ডার ছাড়া রান্নাবান্না অসম্ভব, দ্রুত গ্যাস সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি ।
অধিকাংশ কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে যার কারণে সরকার নির্ধারিত এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা হলেও ১২ কেজি এলপিজি কিনতে হচ্ছে ১৭০০থেকে ১৮০০ টাকায়।
মাত্র কয়েক দিনের ব্যবধানে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ১২০০ থেকে লাফিয়ে বেড়ে ১৮০০ টাকায় ঠেকেছে। রান্নার মতো অতি প্রয়োজনীয় জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
ডিএস./



















