০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং এই লক্ষে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার আজ রবিবার সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।
মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, সমুদ্র এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায়।

যুক্তরাষ্ট্র রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, আমি বাংলাদেশে প্রথমবারের মতো এসেছি। সে কারণে আমি আনন্দিত।

আফরিন আক্তার দু’দিনের বাংলাদেশ সফরে গত শনিবার রাতে ঢাকায় পৌঁছান। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর কর্মকর্তা। তিনি অতি সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডন লুর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজনেস বাংলাদেশ /বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেনসহ ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং এই লক্ষে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার আজ রবিবার সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।
মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, সমুদ্র এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায়।

যুক্তরাষ্ট্র রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, আমি বাংলাদেশে প্রথমবারের মতো এসেছি। সে কারণে আমি আনন্দিত।

আফরিন আক্তার দু’দিনের বাংলাদেশ সফরে গত শনিবার রাতে ঢাকায় পৌঁছান। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর কর্মকর্তা। তিনি অতি সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডন লুর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজনেস বাংলাদেশ /বিএইচ