আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তথ্য গোপনসহ নানা অভিযোগে কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। এ তিন আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনটি আসন হলো, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা), কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৩ (মুরাদনগর)।শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রার্থীদের উপস্থিতিতে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এদিন কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১ আসন থেকে ৬ আসন পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। বাকি ৫টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল শনিবার। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা), আসনে মনোনয়নপত্র জমাদানকারী ১২ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হিসেবে গণ্য হয়।মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামানসহ বাকি ৭ প্রার্থীর। বেশির ভাগ প্রার্থীরই এক শতাংশ ভোটার তালিকার স্বাক্ষর নিয়ে অসামঞ্জস্য থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয় বলে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘কুমিল্লা-১ আসনে বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিএনপি আমাকে এবং আমার বাবাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।প্রত্যাহারের শেষদিনের আগেই দল যেকোনো একজনকে বেছে নেবেন।’ একই আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, ‘এখনো ভোটের পরিবেশ ভালো আছে বিধায় আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আমরা আশা করছি, অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ জামায়াতকে বেছে নেবে।’ কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১০টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল হয়েছে চারটি এবং বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির স্বতন্ত্র প্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আব্দুল মতিনসহ অন্য ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ৯ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এবং গণ-অধিকার পরিষদের মনিরুজ্জামান। এই আসনটিতে বিএনপির মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ অন্যান্য রাজনৈতিক ও স্বতন্ত্র ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ‘আজ কুমিল্লা-১ আসন থেকে কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র জমাদানকারী ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাদের মনোনয়নপত্র বাতিল গণ্য হবে তারা পুনরায় আপিল করতে পারবেন। সর্বশেষ কুমিল্লার তিনটি আসনে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।’
০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা)
খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেনসহ ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
-
ইমরান মাসুদ - প্রকাশিত : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- 2
কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
ট্যাগ :
জনপ্রিয়





















