ভ্রমণ ও পর্যটন এর সবচাইতে বড় ইভেন্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সপ্রো এর ৩য় ও শেষ দিনের কার্যক্রম শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়। চলে রাত পর্যন্ত।
মেলার ৩য় ও শেষদিনেও বিপূল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল এক্সপোতে। বিভিন্ন ট্রাভেল এজেন্টের দেয়া নানা অফার তারা কিনছেন। মেলায় ছাড়ের কারণে যারা দেশে বিদেশে ঘুরতে ইচ্ছুক তাদের আগ্রহ ছিল বেশি।
৩য় দিনে জমজমাট মেলা নিয়ে করতে পেরে হ্যাপি আয়োজক (আটাব)। প্রতিষ্ঠানটির মহাসচিব আবদুস সালাম আরেফ বলেন, প্রথমবার এই মেলার আয়োজন করে সফল আমরা। ট্যুরিস্টদের সহযোগিতা এই মেলা মেলবন্ধন হিসেবে কাজ করবে’।
এবারের মেলায় বিশেষ আকর্ষন ছিল টুরিজম পুলিশের স্টল। টুরিস্টদের সচেতন করতে তারা মানবিক সেবার উদ্যেগে স্টল নেন। ট্যুরিজম পুলিশের অতিরিক্ত পুলিশ (ট্যুর এন্ড ট্রাভেলস) ইয়াছমিন বলেন, সারা দেশে-বিদেশে টুরিস্টদের সহযোগিতা করতে, তাদের নানা বিপদে সিকিরিটি দেবে ট্যুরিজম পলিশ’।’
এবারের আয়োজনে ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টির বেশি দেশ থেকে এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন।
রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই) ২০২২ তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেন।
























