বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহনকালে ৯৬৯ (নয়শত ঊনসত্তর) পিস ইয়াবাসহ মোঃ নবী হোসেন (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মোঃ নবী হোসেন (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভিযুক্ত ব্যক্তিকে আজ রবিবার দুপুরে নভোএয়ার এর অভ্যন্তরীণ VQ922 ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে পাঁকা রাস্তার উপর আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পায়ুপথে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।
এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে ০৩ (তিন) টি ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীকে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ০৩ (তিন) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৯৬৯ (নয়শত ঊনসত্তর) ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মোঃ নবী হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়। এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান “আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোন অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোন অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।
ডিএস.//























