২৯ জানুয়ারী, রবিবার২০২৩ রাজধানী,বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ভাস্কর্যের আলোকচিত্র নিয়ে “দিনব্যাপী প্রদর্শনীর”আয়োজন করা হয়েছে।
আয়োজনে ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও আলোকচিত্র,শিল্পী, শহীদুজ্জামান বাদল-এর তোলা “৪০টি, আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর চেয়ারম্যান, অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ, উপস্থিত থাকার কথা ছিল, বিশেষ কারণে উপস্থিত না হওয়াতে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ নবজাতক হাসপাতাল লিঃ এর চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ মুজিবুর রহমান,ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট,কোর্স কো-অর্ডিনেটর, মো: শামছুল হক সুজা, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের, সভাপতি,মো. আমিনুল ইসলাম টুববুস,বিশিষ্ট সংগঠক, বাবুল, নারী সংগঠক মিতু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্কুল কলেজের শিক্ষার্থীরা আলোকচিত্র,শিল্পী, শহীদুজ্জামান বাদল- এর প্রদর্শনী দেখতে ভীড় জমতে দেখা যায়।

























