বাংলাদেশ সফরে এসেছেন ভারতের বালাজী গ্রুপের কর্ণধার পঙ্কজ রায়। এছাড়াও এসেছেন পিয়ারলেস হাসপাতালের শীর্ষ স্থানীয় কর্মকর্তা অনুপ ভক্ত ও ত্রিপুরার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শান্তনু শর্মা। তাদের সম্মান জানাতে শনিবার রাজধানীর একটি হোটেলে Centre For Bangladesh-India Relations মৈত্রী প্রীতি সম্মিলনীর আয়োজন করে।

মুক্তিবন্ধু ভারতের মানুষদের সম্মান জানানো গর্বের বিষয়। অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শফিক আলম মেহেদী। ভার্স্যুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। গান শুনিয়েছেন লাভলী দেব, নিলুফার আলম পপি সিইও এন্ড ফাউন্ডার এক্টিভ কমিউনিকেশন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ
























