০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি প্রাথমিকের শিক্ষকদের

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • 173

অষ্টম শ্রেণি পাস চালকের গ্রেড ১২তম আর চার বছরের কৃষি ডিপ্লোমা করে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেড পেলেও স্নাতক পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। এই বৈষম্য দূর করে অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি করেন তারা। এতে সারা দেশের প্রায় ৫০০ শিক্ষক অংশ নেয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চান, তাই ১০ম গ্রেডের বিকল্প নেই। অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম গ্রেডে অথচ স্নাতক পাস শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। এর চেয়ে লজ্জার আর কী থাকতে পারে?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রাথমিকের নেতাদের জানাতে চাই, আপনারা ঘুমিয়ে আছেন। আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই্। আপনারা জেগে উঠুন। দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে একদিন না একদিন ১০ গ্রেড বাস্তবায়ন হবেই হবে।

ইয়ারন চৌধুরী সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, ফরিদপুর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী “Let’s talk with Sheikh Hasina ” টিভি প্রোগ্রামে বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী না হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতেন। বঙ্গবন্ধু কন্যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান রয়েছে। তিনি যদি শিক্ষকদের এই দূর দশার কথা জানতেন তাহলে অবশ্যই শিক্ষকদের পাশে দাড়াতেন।
একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীই পারেন আমাদেরকে ১০ম গ্রেড দিয়ে ৩য় শ্রেণির কর্মচারী নামক অভিশাপ থেকে মুক্ত করতে। তাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন’র উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা

অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি প্রাথমিকের শিক্ষকদের

প্রকাশিত : ০৪:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

অষ্টম শ্রেণি পাস চালকের গ্রেড ১২তম আর চার বছরের কৃষি ডিপ্লোমা করে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেড পেলেও স্নাতক পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। এই বৈষম্য দূর করে অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি করেন তারা। এতে সারা দেশের প্রায় ৫০০ শিক্ষক অংশ নেয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চান, তাই ১০ম গ্রেডের বিকল্প নেই। অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম গ্রেডে অথচ স্নাতক পাস শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। এর চেয়ে লজ্জার আর কী থাকতে পারে?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রাথমিকের নেতাদের জানাতে চাই, আপনারা ঘুমিয়ে আছেন। আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই্। আপনারা জেগে উঠুন। দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে একদিন না একদিন ১০ গ্রেড বাস্তবায়ন হবেই হবে।

ইয়ারন চৌধুরী সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, ফরিদপুর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী “Let’s talk with Sheikh Hasina ” টিভি প্রোগ্রামে বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী না হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতেন। বঙ্গবন্ধু কন্যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান রয়েছে। তিনি যদি শিক্ষকদের এই দূর দশার কথা জানতেন তাহলে অবশ্যই শিক্ষকদের পাশে দাড়াতেন।
একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীই পারেন আমাদেরকে ১০ম গ্রেড দিয়ে ৩য় শ্রেণির কর্মচারী নামক অভিশাপ থেকে মুক্ত করতে। তাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।

বিজনেস বাংলাদেশ/ bh