০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

১৭০ বছরের ইতিহাসে চা উৎপাদনে নতুন রেকর্ড করল বাংলাদেশ

দেশে এক বছরে (২০২৩) ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি চা উৎপাদন করে ১৭০ বছরের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ।

চা বোর্ড সুত্র জানায়, সদ্য সমাপ্ত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। ২০২৩ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি ২০ লাখ কেজি। কিন্তু বছর শেষে উৎপাদন পাওয়া গেছে ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি। সে হিসেবে দেশে লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ ২০ হাজার কেজি চা বেশি উৎপাদিত হয়েছে। ফলে দেশের চা শিল্পের ১৭০ বছরের ইতিহাসে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নতুন রেকর্ড করল বাংলাদেশ। যা দেশের চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন এবং দেশের চা শিল্পের একটি বিশাল অর্জন।

এর আগে ২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। এতদিন সেটাই ছিল চা-শিল্পের রেকর্ড। এরপর ২০২২ সালে ১০ কোটি কেজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বছর শেষে উৎপাদন পাওয়া যায় ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি। সবশেষ ২০২৩ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১০ কোটি ২০ লাখ কজি।

সুত্র জানায়, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে চা-চাষের গোড়াপত্তন হয়। যা ১৮৫৭ সাল থেকে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে। বাংলাদেশ চা র্বোড সূত্র জানায়, চা শিল্পের উন্নয়নে ‘উন্নয়নের পথ নকশা: বাংলাদেশ চা শিল্প’ নামে মহাপরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যেমে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করতে কাজ করছে বর্তমান সরকার।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

 

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৭০ বছরের ইতিহাসে চা উৎপাদনে নতুন রেকর্ড করল বাংলাদেশ

প্রকাশিত : ০৭:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

দেশে এক বছরে (২০২৩) ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি চা উৎপাদন করে ১৭০ বছরের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ।

চা বোর্ড সুত্র জানায়, সদ্য সমাপ্ত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। ২০২৩ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি ২০ লাখ কেজি। কিন্তু বছর শেষে উৎপাদন পাওয়া গেছে ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি। সে হিসেবে দেশে লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ ২০ হাজার কেজি চা বেশি উৎপাদিত হয়েছে। ফলে দেশের চা শিল্পের ১৭০ বছরের ইতিহাসে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নতুন রেকর্ড করল বাংলাদেশ। যা দেশের চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন এবং দেশের চা শিল্পের একটি বিশাল অর্জন।

এর আগে ২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। এতদিন সেটাই ছিল চা-শিল্পের রেকর্ড। এরপর ২০২২ সালে ১০ কোটি কেজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বছর শেষে উৎপাদন পাওয়া যায় ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি। সবশেষ ২০২৩ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১০ কোটি ২০ লাখ কজি।

সুত্র জানায়, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে চা-চাষের গোড়াপত্তন হয়। যা ১৮৫৭ সাল থেকে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে। বাংলাদেশ চা র্বোড সূত্র জানায়, চা শিল্পের উন্নয়নে ‘উন্নয়নের পথ নকশা: বাংলাদেশ চা শিল্প’ নামে মহাপরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যেমে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করতে কাজ করছে বর্তমান সরকার।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি