০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

উখিয়া-টেকনাফ সীমান্ত পরিস্থিতি শান্ত, কাজে ফিরছেন কৃষক-জেলেরা

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির (এএ) মধ্যে সংঘাত চলমান থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফে সীমান্ত পরিস্থিতি অনেকটাই শান্ত। গত তিনদিনে কোনো ধরনের গোলাগুলির শব্দ এপারে শোনা যায়নি। ফলে কাজে ফিরতে শুরু করেছেন স্থানীয় জেলে ও কৃষকরা।

এ ব্যাপারে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ‌‘এখন গোলাগুলি হচ্ছে—মিয়ানমারের অভ্যন্তরে, টেকনাফ সীমান্ত থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে। সেখানে সংঘাত চললেও গত তিনদিনে টেকনাফের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে। এ কারণে চিংড়ির ঘেরে জেলেরা মাছ ধরতে ও কৃষকরা চাষাবাদে কাজ করতে যাচ্ছেন।’

উখিয়ার পালংখালির বাসিন্দা নুরুল বশর বলেন, ‘উখিয়ার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মানুষের মাঝে ভয় রয়ে গেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল জোরদার আছে। তবে গত কয়েকদিন ধরে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে।’

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

উখিয়া-টেকনাফ সীমান্ত পরিস্থিতি শান্ত, কাজে ফিরছেন কৃষক-জেলেরা

প্রকাশিত : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির (এএ) মধ্যে সংঘাত চলমান থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফে সীমান্ত পরিস্থিতি অনেকটাই শান্ত। গত তিনদিনে কোনো ধরনের গোলাগুলির শব্দ এপারে শোনা যায়নি। ফলে কাজে ফিরতে শুরু করেছেন স্থানীয় জেলে ও কৃষকরা।

এ ব্যাপারে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ‌‘এখন গোলাগুলি হচ্ছে—মিয়ানমারের অভ্যন্তরে, টেকনাফ সীমান্ত থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে। সেখানে সংঘাত চললেও গত তিনদিনে টেকনাফের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে। এ কারণে চিংড়ির ঘেরে জেলেরা মাছ ধরতে ও কৃষকরা চাষাবাদে কাজ করতে যাচ্ছেন।’

উখিয়ার পালংখালির বাসিন্দা নুরুল বশর বলেন, ‘উখিয়ার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মানুষের মাঝে ভয় রয়ে গেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল জোরদার আছে। তবে গত কয়েকদিন ধরে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে।’

বিজনেস বাংলাদেশ/BH