০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

প্রধানমন্ত্রী ফিরছেন ৭ অক্টোবর, চলছে সংবর্ধনার প্রস্তুতি

প্রধানমন্ত্রী ফিরছেন ৭ অক্টোবর, চলছে সংবর্ধনার প্রস্তুতি

যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৭ অক্টোবর শনিবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন।

পরে প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় যান। সেখানে অবস্থানকালে ২৫ সেপ্টেম্বর স্থানীয় হাসপাতালে তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। অস্ত্রোপচারের কারণে তার দেশে ফেরা পিছিয়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ অক্টোবর সংবর্ধনার প্রস্তুতি নিতে একাধিকবার সভা হয়েছে। সংবর্ধনা সফল করতে ৩ অক্টোবর শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

ট্যাগ :

প্রধানমন্ত্রী ফিরছেন ৭ অক্টোবর, চলছে সংবর্ধনার প্রস্তুতি

প্রকাশিত : ১২:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী ফিরছেন ৭ অক্টোবর, চলছে সংবর্ধনার প্রস্তুতি

যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৭ অক্টোবর শনিবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন।

পরে প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় যান। সেখানে অবস্থানকালে ২৫ সেপ্টেম্বর স্থানীয় হাসপাতালে তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। অস্ত্রোপচারের কারণে তার দেশে ফেরা পিছিয়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ অক্টোবর সংবর্ধনার প্রস্তুতি নিতে একাধিকবার সভা হয়েছে। সংবর্ধনা সফল করতে ৩ অক্টোবর শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।