০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুলাই ২০২৪

পেনাল্টির রাজা মার্টিনেজ

এমি মার্টিনেজ

ইমি মার্টিনেজ নিজ দলের সমর্থকদের কাছে যতোটাই জনপ্রিয়, প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে ঠিক ততোটাই নিন্দিত।

এই ইমি মার্টিনেজ কে বর্তমান সময়ের সেরা পেনাল্টি সেভার গোলরক্ষক বলা হয়। আর কেনইবা নয়, নিজ দল যখনই খাদের কিনারায় ছিল ঠিক তখনি মার্টিনেজের বিশ্বস্ত গ্লাভস জোড়া দিয়ে দলকে টেনে তুলেছেন। ২০২১ সালের কোপা আমেরিকা থেকেই পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়ে ছিলেন এমি মার্টিনেজ। কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন ৩টি পেনাল্টি। এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় ধরা দেয় এমি মার্টিনেজের বিশ্বস্ত হাত ধরেই।

জাতীয় দলে মার্টিনেজের বিরুদ্ধে নেওয়া ২৪টি পেনাল্টির মধ্যে ৯টি সেভ করেছেন মার্টিনেজ, এছাড়া তার প্রতিপক্ষ আরও ৩টি পেনাল্টি মিস করেছে। অর্থাৎ ৫০ শতাংশ পেনাল্টি সেভ করেছে মার্টিনেজ জাতীয় দলের হয়ে।তাইতো আর্জেন্টিনার সমর্থকদের কাছে মার্টিনেজ এখন “বাজপাখি” নামে পরিচিত।ইমি মার্টিনেজ চলতি কোপায় ৪ ম্যাচ খেলে রেখেছেন ৩ ক্লিনশিট।হজম করেছেন মাত্র ১ গোল।

২০২৪ সালের কোপা আমেরিকাতেও বদলায়নি সেই দৃশ্য। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে শেষ সময়ে গোল হজম করে বিপাকেই পড়েছিল টিম আর্জেন্টিনা। লিওনেল মেসির শট মিস হলে তাতে সংশয় বেড়ে যায় আরও। কিন্তু অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজ ঠেকালেন আনহেল মেনা আর অ্যালান মিন্দার শট। দুর্দান্ত পারফর্ম করা এই গোলকিপার প্রসঙ্গে মেসি বলেছেন, “দিবু (এমিলিয়ানো) সবসময়ই এখানে দুর্দান্ত। এই মুহূর্তে (টাইব্রেকার) সে যেন আরও অসাধারণ হয়ে ওঠে। পেনাল্টি শুটআউটে আমরা ওর ওপর বিশ্বাস রাখি। এমনকি ম্যাচ শুরুর আগেও আমরা এই ব্যাপারে নিশ্চিত থাকি যে, টাইব্রেকার হলে চিন্তা নেই। দিবু সত্যি দুর্দান্ত।”

পেনাল্টির রাজা মার্টিনেজ

প্রকাশিত : ০৩:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

ইমি মার্টিনেজ নিজ দলের সমর্থকদের কাছে যতোটাই জনপ্রিয়, প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে ঠিক ততোটাই নিন্দিত।

এই ইমি মার্টিনেজ কে বর্তমান সময়ের সেরা পেনাল্টি সেভার গোলরক্ষক বলা হয়। আর কেনইবা নয়, নিজ দল যখনই খাদের কিনারায় ছিল ঠিক তখনি মার্টিনেজের বিশ্বস্ত গ্লাভস জোড়া দিয়ে দলকে টেনে তুলেছেন। ২০২১ সালের কোপা আমেরিকা থেকেই পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়ে ছিলেন এমি মার্টিনেজ। কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন ৩টি পেনাল্টি। এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় ধরা দেয় এমি মার্টিনেজের বিশ্বস্ত হাত ধরেই।

জাতীয় দলে মার্টিনেজের বিরুদ্ধে নেওয়া ২৪টি পেনাল্টির মধ্যে ৯টি সেভ করেছেন মার্টিনেজ, এছাড়া তার প্রতিপক্ষ আরও ৩টি পেনাল্টি মিস করেছে। অর্থাৎ ৫০ শতাংশ পেনাল্টি সেভ করেছে মার্টিনেজ জাতীয় দলের হয়ে।তাইতো আর্জেন্টিনার সমর্থকদের কাছে মার্টিনেজ এখন “বাজপাখি” নামে পরিচিত।ইমি মার্টিনেজ চলতি কোপায় ৪ ম্যাচ খেলে রেখেছেন ৩ ক্লিনশিট।হজম করেছেন মাত্র ১ গোল।

২০২৪ সালের কোপা আমেরিকাতেও বদলায়নি সেই দৃশ্য। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে শেষ সময়ে গোল হজম করে বিপাকেই পড়েছিল টিম আর্জেন্টিনা। লিওনেল মেসির শট মিস হলে তাতে সংশয় বেড়ে যায় আরও। কিন্তু অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজ ঠেকালেন আনহেল মেনা আর অ্যালান মিন্দার শট। দুর্দান্ত পারফর্ম করা এই গোলকিপার প্রসঙ্গে মেসি বলেছেন, “দিবু (এমিলিয়ানো) সবসময়ই এখানে দুর্দান্ত। এই মুহূর্তে (টাইব্রেকার) সে যেন আরও অসাধারণ হয়ে ওঠে। পেনাল্টি শুটআউটে আমরা ওর ওপর বিশ্বাস রাখি। এমনকি ম্যাচ শুরুর আগেও আমরা এই ব্যাপারে নিশ্চিত থাকি যে, টাইব্রেকার হলে চিন্তা নেই। দিবু সত্যি দুর্দান্ত।”