০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রংপুর রাইডার্সে সেই বিস্ময়বালক মোস্তাফিজ

রংপুর রাইডার্সে সেই বিস্ময়বালক মোস্তাফিজ
মোস্তাফিজ নামটা শুনলেই বাংলাদেশের কাটার মাস্টারের কথা মনে পড়ে। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই বোলিং জাদুতে সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এবার দেখা মিলেছে ব্যাটসম্যান মোস্তাফিজের। রংপুর রাইডার্সে সেই বিস্ময়বালক মোস্তাফিজ]

বি দ্য নেক্সট রাইডার এই স্লোগানে গত ২৭ সেপ্টেম্বর রংপুরে ক্রিকেটার হান্ট কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। ২৭-২৯ সেপ্টেম্বর (তিন দিন) পর্যন্ত চলে এই ক্রিকেটার হান্ট কর্মসূচি। শুধুমাত্র পেস বোলারদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই কর্মসূচিতে ব্যাটসম্যান, স্পিনারদেরও অংশগ্রহণের সুযোগ ছিল। যার ফলে রংপুরের ক্রিকেট গার্ডেনে আয়োজিত এই প্রতিভা অন্বেষণের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছেন ১৭ বছরের বিস্ময়বালক মোস্তাফিজ। তিনি প্রকৃতপক্ষে একজন ব্যাটসম্যান।
২০১৫ সালে লালমনিরহাটের অনূর্ধ্ব-১৫ জাতীয় স্কুল ক্রিকেটে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন এই ব্যাটসম্যান মোস্তাফিজ। করেছিলেন ত্রিপল সেঞ্চুরী।লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে ব্যাট হাতে ৩২৫ রান করেছিলেন তিনি। তখন লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন মোস্তাফিজ। এমন কান্ডে পত্রিকায় অনেক প্রতিবেদন প্রকাশিত হয়।

দুই বছর পর আবারো দেখা মিলেছে এই ক্রিকেটারের। রংপুর রাইডার্সের ১৬-২৩ বছরের ক্রিকেটারদের নিয়ে প্রতিভা অন্বেষণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। পুরো আয়োজন থেকে ১০ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। সংক্ষিপ্ত সেই তালিকায় আছেন বিস্ময় সৃষ্টি করা সেই মোস্তাফিজ। খুব শীঘ্রই রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দিবেন এই ১০ ক্রিকেটার। সুযোগ আসতে পারে বিপিএল খেলারও!

রংপুর রাইডার্সের এই আয়োজনে নির্বাচিত হওয়ায় খুশি লালমনিরহাটে জন্ম নেয়া এই ক্রিকেটার। তবে স্বপ্নটা আরো বড়। তিনি জানান, “আমি জাতীয় ক্রিকেটে খেলার স্বপ্ন দেখি। রংপুর রাইডার্সে নির্বাচিত হওয়ায় আমার সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়েছে বলে মনে করি।”

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর এই ক্রিকেট প্রতিভা অন্বেষণের উদ্ভোধন করেন এবারের বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাথে ছিলেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস।

ট্যাগ :

রংপুর রাইডার্সে সেই বিস্ময়বালক মোস্তাফিজ

প্রকাশিত : ১২:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭

রংপুর রাইডার্সে সেই বিস্ময়বালক মোস্তাফিজ
মোস্তাফিজ নামটা শুনলেই বাংলাদেশের কাটার মাস্টারের কথা মনে পড়ে। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই বোলিং জাদুতে সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এবার দেখা মিলেছে ব্যাটসম্যান মোস্তাফিজের। রংপুর রাইডার্সে সেই বিস্ময়বালক মোস্তাফিজ]

বি দ্য নেক্সট রাইডার এই স্লোগানে গত ২৭ সেপ্টেম্বর রংপুরে ক্রিকেটার হান্ট কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। ২৭-২৯ সেপ্টেম্বর (তিন দিন) পর্যন্ত চলে এই ক্রিকেটার হান্ট কর্মসূচি। শুধুমাত্র পেস বোলারদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই কর্মসূচিতে ব্যাটসম্যান, স্পিনারদেরও অংশগ্রহণের সুযোগ ছিল। যার ফলে রংপুরের ক্রিকেট গার্ডেনে আয়োজিত এই প্রতিভা অন্বেষণের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছেন ১৭ বছরের বিস্ময়বালক মোস্তাফিজ। তিনি প্রকৃতপক্ষে একজন ব্যাটসম্যান।
২০১৫ সালে লালমনিরহাটের অনূর্ধ্ব-১৫ জাতীয় স্কুল ক্রিকেটে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন এই ব্যাটসম্যান মোস্তাফিজ। করেছিলেন ত্রিপল সেঞ্চুরী।লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে ব্যাট হাতে ৩২৫ রান করেছিলেন তিনি। তখন লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন মোস্তাফিজ। এমন কান্ডে পত্রিকায় অনেক প্রতিবেদন প্রকাশিত হয়।

দুই বছর পর আবারো দেখা মিলেছে এই ক্রিকেটারের। রংপুর রাইডার্সের ১৬-২৩ বছরের ক্রিকেটারদের নিয়ে প্রতিভা অন্বেষণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। পুরো আয়োজন থেকে ১০ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। সংক্ষিপ্ত সেই তালিকায় আছেন বিস্ময় সৃষ্টি করা সেই মোস্তাফিজ। খুব শীঘ্রই রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দিবেন এই ১০ ক্রিকেটার। সুযোগ আসতে পারে বিপিএল খেলারও!

রংপুর রাইডার্সের এই আয়োজনে নির্বাচিত হওয়ায় খুশি লালমনিরহাটে জন্ম নেয়া এই ক্রিকেটার। তবে স্বপ্নটা আরো বড়। তিনি জানান, “আমি জাতীয় ক্রিকেটে খেলার স্বপ্ন দেখি। রংপুর রাইডার্সে নির্বাচিত হওয়ায় আমার সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়েছে বলে মনে করি।”

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর এই ক্রিকেট প্রতিভা অন্বেষণের উদ্ভোধন করেন এবারের বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাথে ছিলেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস।