০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বাংলাদেশের সহায়তায় মুগ্ধ জাতিসংঘ

বাংলাদেশের সহায়তায় মুগ্ধ জাতিসংঘ

অধিক জনসংখ্যার দেশ হয়েও বাংলাদেশ বিশাল রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে যেভাবে মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে তাতে মুগ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যু জাতিসংঘের সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার এক সাক্ষাতে তিনি একথা বলেন বলে জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান জাতিসংঘের মহাসচিব। তিনি বর্তমান রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে জাতিসংঘের যা করণীয় তা তারা করে যাচ্ছেন বলে মুহিতকে জানান।
পাশাপাশি এ বিষয়ে তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টার নিশ্চয়তা দেন। এসময় অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী একটি ‘সেফ জোন’ গঠনসহ এ সঙ্কটের দ্রুত ও স্থায়ী সমাধানে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিশ্বব্যাপী চলমান সঙ্কট, সহিংসতা ও চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশগত উন্নয়ন এবং মানবিক সহযোগিতা দেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান মহাসচিবের গতিশীল নেতৃত্বে জাতিসংঘ আরও কার্যকর ভ‚মিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন মুহিত। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে এসময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিউল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম ও বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুন। এর আগে অর্থমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামইলোয়া কাতোয়া উতোইকামানুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশসমূহের পরবর্তী ধাপে উত্তরণের বিষয়সমূহ প্রাধান্য পায়।

ট্যাগ :

বাংলাদেশের সহায়তায় মুগ্ধ জাতিসংঘ

প্রকাশিত : ১২:৪৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

বাংলাদেশের সহায়তায় মুগ্ধ জাতিসংঘ

অধিক জনসংখ্যার দেশ হয়েও বাংলাদেশ বিশাল রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে যেভাবে মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে তাতে মুগ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যু জাতিসংঘের সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার এক সাক্ষাতে তিনি একথা বলেন বলে জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান জাতিসংঘের মহাসচিব। তিনি বর্তমান রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে জাতিসংঘের যা করণীয় তা তারা করে যাচ্ছেন বলে মুহিতকে জানান।
পাশাপাশি এ বিষয়ে তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টার নিশ্চয়তা দেন। এসময় অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী একটি ‘সেফ জোন’ গঠনসহ এ সঙ্কটের দ্রুত ও স্থায়ী সমাধানে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিশ্বব্যাপী চলমান সঙ্কট, সহিংসতা ও চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশগত উন্নয়ন এবং মানবিক সহযোগিতা দেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান মহাসচিবের গতিশীল নেতৃত্বে জাতিসংঘ আরও কার্যকর ভ‚মিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন মুহিত। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে এসময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিউল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম ও বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুন। এর আগে অর্থমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামইলোয়া কাতোয়া উতোইকামানুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশসমূহের পরবর্তী ধাপে উত্তরণের বিষয়সমূহ প্রাধান্য পায়।