০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

৮টার মধ্যে টিএসসি বন্ধের নোটিশ স্থগিত

গত ২১ অক্টোবর টিএসসির কার্যক্রম রাত ৮টার মধ্যেই সম্পন্নের নির্দেশ দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। কিন্তু দুই দিনের মাথায় আবার সেই নির্দেশ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিএসসিতে এমন কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেয়ার পর বেশ সমালোচনার ঝড় উঠে। শিক্ষার্থীরা কর্তৃপক্ষ বরাবর এই নির্দেশ স্থগিত করার আবেদনও করে। সোমবার (২৩ অক্টোবর) শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিশ স্থগিত করা হয়েছে বলে জানান টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান।

তিনি বলেন, রবিবার এক সভায় শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এখন থেকে টিএসসির কার্যক্রম স্বাভাবিকভাবে আগের মতোই চলবে।

২১ অক্টোবর জারি করা ওই নোটিশে নিরাপত্তার স্বার্থেই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানানো হয়েছিলো। সেখানে আরো বলা হয়, তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে রাত ১১টা পর্যন্ত কাজ করা যাবে।

ট্যাগ :

৮টার মধ্যে টিএসসি বন্ধের নোটিশ স্থগিত

প্রকাশিত : ০২:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

গত ২১ অক্টোবর টিএসসির কার্যক্রম রাত ৮টার মধ্যেই সম্পন্নের নির্দেশ দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। কিন্তু দুই দিনের মাথায় আবার সেই নির্দেশ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিএসসিতে এমন কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেয়ার পর বেশ সমালোচনার ঝড় উঠে। শিক্ষার্থীরা কর্তৃপক্ষ বরাবর এই নির্দেশ স্থগিত করার আবেদনও করে। সোমবার (২৩ অক্টোবর) শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিশ স্থগিত করা হয়েছে বলে জানান টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান।

তিনি বলেন, রবিবার এক সভায় শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এখন থেকে টিএসসির কার্যক্রম স্বাভাবিকভাবে আগের মতোই চলবে।

২১ অক্টোবর জারি করা ওই নোটিশে নিরাপত্তার স্বার্থেই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানানো হয়েছিলো। সেখানে আরো বলা হয়, তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে রাত ১১টা পর্যন্ত কাজ করা যাবে।