০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সু চির সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালবৈঠকে বসেছেন। রাজধানী নেইপিদোতে স্থানীয় সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়।

মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার নেইপিদোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে দুই-দেশ।

বৈঠক শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সম্মত হয়েছে দেশটি। এ ব্যাপারে মিয়ানমার ও বাংলাদেশ ৩০ নভেম্বরের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে।

তিন দিনের সফরে গত সোমবার ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরকালে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে মিয়ানমার সরকারের সাথে তারা আলোচনা করবেন।

ট্যাগ :

সু চির সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশিত : ১২:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালবৈঠকে বসেছেন। রাজধানী নেইপিদোতে স্থানীয় সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়।

মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার নেইপিদোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে দুই-দেশ।

বৈঠক শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সম্মত হয়েছে দেশটি। এ ব্যাপারে মিয়ানমার ও বাংলাদেশ ৩০ নভেম্বরের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে।

তিন দিনের সফরে গত সোমবার ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরকালে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে মিয়ানমার সরকারের সাথে তারা আলোচনা করবেন।