০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতিসহ দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার আদালতে হাজিরা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টার দিকে তিনি আদালতের উদ্দেশে রওয়ানা হন।

গত ১৯ অক্টোবর খালেদা জিয়া ঢাকার অস্থায়ী পাঁচ নম্বর আদালতের বিচারক মো. আখতারুজ্জামানের কাছে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। সে দিন তার বক্তব্য শেষ না করে আরো সময় চেয়ে তিনি আদালত ত্যাগ করেন। বৃহস্পতিবার তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শেষ করবেন।

প্রায় তিন মাস যুক্তরাজ্যে অবস্থান করে ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। এর পরদিন তিনি আদালতে হাজিরা দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন ও তদন্তাধীন ৩৫টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান। এই দুই মামলাতেই হাজিরা দিয়ে সকালে জামিন পান খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-আর রশিদ

ট্যাগ :

হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া

প্রকাশিত : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতিসহ দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার আদালতে হাজিরা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টার দিকে তিনি আদালতের উদ্দেশে রওয়ানা হন।

গত ১৯ অক্টোবর খালেদা জিয়া ঢাকার অস্থায়ী পাঁচ নম্বর আদালতের বিচারক মো. আখতারুজ্জামানের কাছে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। সে দিন তার বক্তব্য শেষ না করে আরো সময় চেয়ে তিনি আদালত ত্যাগ করেন। বৃহস্পতিবার তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শেষ করবেন।

প্রায় তিন মাস যুক্তরাজ্যে অবস্থান করে ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। এর পরদিন তিনি আদালতে হাজিরা দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন ও তদন্তাধীন ৩৫টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান। এই দুই মামলাতেই হাজিরা দিয়ে সকালে জামিন পান খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-আর রশিদ