০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সোনিয়া গান্ধী অসুস্থ্য হয়ে হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। শিমলা প্রদেশ থেকে জরুরি ভিত্তিতে দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় ৭০ বছর বয়সী সোনিয়াকে।

কংগ্রেসের সহসভাপতি ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তাঁর মা পেটের পীড়ায় আক্রান্ত। বর্তমানে তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

রাহুল গান্ধী শিগগিরই তার পদে আসীন হচ্ছেন বলে কয়েক সপ্তাহ আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারানসীতে প্রচারণা চালানোর সময় সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়েছিলেন। দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই সময় তার কাঁধে চিড় ধরা পড়ে।

এনডিটিভির খবরে বলা হয়, কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন সোনিয়া। তিনি চিকিৎসার জন্য কয়েকবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তবে তাঁর দল কংগ্রেস সভাপতির স্বাস্থ্যের বিষয়ে জনসমক্ষে কিছু জানায়নি।

ট্যাগ :

সোনিয়া গান্ধী অসুস্থ্য হয়ে হাসপাতালে

প্রকাশিত : ১২:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

হঠাৎ অসুস্থ হয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। শিমলা প্রদেশ থেকে জরুরি ভিত্তিতে দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় ৭০ বছর বয়সী সোনিয়াকে।

কংগ্রেসের সহসভাপতি ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তাঁর মা পেটের পীড়ায় আক্রান্ত। বর্তমানে তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

রাহুল গান্ধী শিগগিরই তার পদে আসীন হচ্ছেন বলে কয়েক সপ্তাহ আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারানসীতে প্রচারণা চালানোর সময় সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়েছিলেন। দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই সময় তার কাঁধে চিড় ধরা পড়ে।

এনডিটিভির খবরে বলা হয়, কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন সোনিয়া। তিনি চিকিৎসার জন্য কয়েকবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তবে তাঁর দল কংগ্রেস সভাপতির স্বাস্থ্যের বিষয়ে জনসমক্ষে কিছু জানায়নি।