০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

গাড়ি নিয়ে উখিয়ার উদ্দেশ্যে খালেদা

প্রায় দুই শতাধিক গাড়ির বহর নিয়ে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা শুরু করেছেন তিনি।

ঢাকা ত্যাগের সময় গুলশান থেকে গাড়ি বহর বের হলে বাড্ডা, রামপুরা, মালিবাগ, সায়দাবাদসহ বিভিন্ন মোড়ে মোড়ে নেতা-কর্মীরা দাঁড়িয়ে স্লোগান দেয়।

নির্ধারিত সূচি অনুযায়ী খালেদা জিয়া দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। এরপর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন তিনি। রবিবার সকালে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করবেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হওয়ার সময় খালেদা জিয়া ছিলেন যুক্তরাজ্যে। সম্প্রতি সেখান থেকে তিনি ঢাকায় ফেরেন। দেশে ফেরার ১০ দিন পর তিনি কক্সবাজার সফরে যাচ্ছেন।

খালেদা জিয়া কক্সাবাজারে সর্বশেষ সফর করেছিলেন ২০১২ সালের জুন মাসে। সে সময় রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় সমবেদনা জানাতে সেখানে নিয়েছিলেন তিনি। চট্টগ্রামেও ঠিক পাঁচ বছর পরই যাচ্ছেন তিনি। ২০১২ সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের দেখতে ২০১২ সালে চট্টগ্রামে গিয়েছিলেন খালেদা জিয়া।

ট্যাগ :

গাড়ি নিয়ে উখিয়ার উদ্দেশ্যে খালেদা

প্রকাশিত : ১২:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

প্রায় দুই শতাধিক গাড়ির বহর নিয়ে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা শুরু করেছেন তিনি।

ঢাকা ত্যাগের সময় গুলশান থেকে গাড়ি বহর বের হলে বাড্ডা, রামপুরা, মালিবাগ, সায়দাবাদসহ বিভিন্ন মোড়ে মোড়ে নেতা-কর্মীরা দাঁড়িয়ে স্লোগান দেয়।

নির্ধারিত সূচি অনুযায়ী খালেদা জিয়া দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। এরপর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন তিনি। রবিবার সকালে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করবেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হওয়ার সময় খালেদা জিয়া ছিলেন যুক্তরাজ্যে। সম্প্রতি সেখান থেকে তিনি ঢাকায় ফেরেন। দেশে ফেরার ১০ দিন পর তিনি কক্সবাজার সফরে যাচ্ছেন।

খালেদা জিয়া কক্সাবাজারে সর্বশেষ সফর করেছিলেন ২০১২ সালের জুন মাসে। সে সময় রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় সমবেদনা জানাতে সেখানে নিয়েছিলেন তিনি। চট্টগ্রামেও ঠিক পাঁচ বছর পরই যাচ্ছেন তিনি। ২০১২ সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের দেখতে ২০১২ সালে চট্টগ্রামে গিয়েছিলেন খালেদা জিয়া।