০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বাংলাদেশি পরিবার কলকাতায় দুর্ঘটনার শিকার

বাংলাদেশি এক পরিবার কলকাতায় চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের বনগাঁ যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। এতে ছয় জন আহত হয়েছেন এর মধ্যে তিনজনই বাংলাদেশি।

মঙ্গলবার সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহুকুমার যশোর রোডের সিকদার পল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা শ্যামল বিশ্বাস, তার স্ত্রী সীমা ও আড়াই বছরের কন্যা সন্তান (শশী)-কে নিয়ে কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। আজ সকালেই তারা বনগাঁর হরিদাসপুর সীমান্ত দিয়ে দেশের উদ্যেশ্যে ফিরছিলেন। যাওয়ার পথেই তাদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাছের গাড়িটিতে থাকা এক ব্যক্তির।

নিহত ভারতীয় নাগরিক রঞ্জিত বনগাঁর সুটিয়ার বাসিন্দা। তিনি সেসময় গাড়িটির ছাদে ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় গাড়িটির ছাদ থেকে মাটিতে পড়ে তার মৃত্যু হয়। আহত হয় মাছের গাড়িটির চালকসহ দুজন এবং বাংলাদেশিদের বহনকারী গাড়িটির মধ্যে থাকা চালকসহ চারজনের।

স্থানীয় মানুষের সহায়তায় আহত ছয় ব্যক্তিকেই বনগাঁ জে.আর.ধর মহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কলকাতায় পাঠানো হয়েছে।

এর জের ধরে যশোর রোডে বেশ কিছুক্ষণ যানযটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগ :

বাংলাদেশি পরিবার কলকাতায় দুর্ঘটনার শিকার

প্রকাশিত : ০১:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

বাংলাদেশি এক পরিবার কলকাতায় চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের বনগাঁ যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। এতে ছয় জন আহত হয়েছেন এর মধ্যে তিনজনই বাংলাদেশি।

মঙ্গলবার সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহুকুমার যশোর রোডের সিকদার পল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা শ্যামল বিশ্বাস, তার স্ত্রী সীমা ও আড়াই বছরের কন্যা সন্তান (শশী)-কে নিয়ে কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। আজ সকালেই তারা বনগাঁর হরিদাসপুর সীমান্ত দিয়ে দেশের উদ্যেশ্যে ফিরছিলেন। যাওয়ার পথেই তাদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাছের গাড়িটিতে থাকা এক ব্যক্তির।

নিহত ভারতীয় নাগরিক রঞ্জিত বনগাঁর সুটিয়ার বাসিন্দা। তিনি সেসময় গাড়িটির ছাদে ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় গাড়িটির ছাদ থেকে মাটিতে পড়ে তার মৃত্যু হয়। আহত হয় মাছের গাড়িটির চালকসহ দুজন এবং বাংলাদেশিদের বহনকারী গাড়িটির মধ্যে থাকা চালকসহ চারজনের।

স্থানীয় মানুষের সহায়তায় আহত ছয় ব্যক্তিকেই বনগাঁ জে.আর.ধর মহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কলকাতায় পাঠানো হয়েছে।

এর জের ধরে যশোর রোডে বেশ কিছুক্ষণ যানযটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।