০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রোহিঙ্গা সংকট: নিরাপত্তা পরিষদের জোরালো ভূমিকার আহ্বান

বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে এবং বিশেষ করে নিরাপরাধ শিশুদের রক্ষায় জোরালো ও দৃঢ় ভূমিকা পালনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স মঙ্গলবার নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে ‘শিশু ও সশস্ত্র সংঘর্ষ’ শীর্ষক এক আলোচনায় এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুসহ অসহায়, শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত রোহিঙ্গাদের সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবতাকে সমুন্নত করেছেন।

ফারুক বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরে যেতে চায়।

জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হচ্ছে রোহিঙ্গাদের শেষ অবলম্বন একথা উল্লেখ করে গোলাম ফারুক প্রত্যেক রোহিঙ্গা শিশু মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে ফিরে না যাওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদের প্রতি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ফ্রান্সের প্রতিনিধির সভাপতিত্বে এ আলোচনা সভায় ফারুক সশস্ত্র সংঘাত থেকে রোহিঙ্গা শিশুদের রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগ :

রোহিঙ্গা সংকট: নিরাপত্তা পরিষদের জোরালো ভূমিকার আহ্বান

প্রকাশিত : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে এবং বিশেষ করে নিরাপরাধ শিশুদের রক্ষায় জোরালো ও দৃঢ় ভূমিকা পালনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স মঙ্গলবার নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে ‘শিশু ও সশস্ত্র সংঘর্ষ’ শীর্ষক এক আলোচনায় এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুসহ অসহায়, শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত রোহিঙ্গাদের সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবতাকে সমুন্নত করেছেন।

ফারুক বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরে যেতে চায়।

জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হচ্ছে রোহিঙ্গাদের শেষ অবলম্বন একথা উল্লেখ করে গোলাম ফারুক প্রত্যেক রোহিঙ্গা শিশু মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে ফিরে না যাওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদের প্রতি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ফ্রান্সের প্রতিনিধির সভাপতিত্বে এ আলোচনা সভায় ফারুক সশস্ত্র সংঘাত থেকে রোহিঙ্গা শিশুদের রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।