০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

আশা করি চালবাজ সিনেমাটি দর্শক গ্রহণ করবে : শিউলী

  • নজরুল ইসলাম
  • প্রকাশিত : ০৫:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • 1107

  ‘চালবাজ’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এর আগে জয়দীপের পরিচালনায় দুই সিনেমা দেখা গেলেও অনন্যর সঙ্গে প্রথমবার কাজ করছেন শাকিব। এই সিনেমায় শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে শাকিবের নায়িকা হিসেবে। সিনেমাতে সেজো কাকী চরিত্রে অভিনয় করেছেন মম শিউলী।  গতকাল বুধবার তিনি বিজনেস বাংলাদেশ’র  সঙ্গে সাক্ষাৎকারে বলেন সিনেমায় অভিনয় সহ নানা অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন নজরুল ইসলাম।

কেমন আছেন

মম শিউলী: জ্বী ভালো

শ্যুটিং কেমন হয়েছে?
মম শিউলী:  শ্যুটিং খুব ভালো হয়েছে।

ভারতের শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন।

মম শিউলী: ভারতের শিল্পীরা খুব সহায়ক। তারা খুব হেল্প করেছে। বিশেষ করে আশিষ বিদ্যার্থী, শুভশ্রী গাঙ্গুলী খুব ভালো মনের অধিকারী। শুটিং চলাকালীন সময়ে তারা আমাদের সাথে সব বিষয়ে সমন্বয় করেছে।

সিনেমায় বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি পরিচালনা করছেন। পরিচালকদের সম্পর্কে কিছু বলেন।

মম শিউলী: মামুন ভাই এই প্রজন্মের গুনী নির্মাতা। জয়দীপ দা খুব ভালো মানের ডিরেক্টর। শুধু ডিরেক্টর হিসাবেই না তারা মানুষ হিসাবেও যথেষ্ট ভালো। শ্যুটিং ইউনিটে থাকা সবার সাথে তিনি খুব ভালো আচরণ করছেন। সবাইকে শান্তভাবে কাজ বুঝিয়ে দিতেন তারা। এর আগেও জয়দীপ দার শিকারী সিনেমাতেও আমি অভিনয় করেছি। তবে অনন্য মামুন ভাইয়ের সাথে এটি আমার কাজ।

ছবিতে আপনার চরিত্র কি ছিল?

মম শিউলী: ছবিতে আমি সেজো কাকী ছিলাম। একটা যৌথ পরিবারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সিনেমার শুটিং শেষ হয়েছে কবে?

মম শিউলী: ৩০ অক্টোবরে শুটিং শেষ হয়েছে।

দর্শক সিনেমাটিতে কেমন সাড়া দিবে মনে করেন।

মম শিউলী: আমি মনে করি দর্শক সিনেমা দেখবে। ভালোই সাড়া দিবে। শাকিব খান জনপ্রিয় অভিনেতা। বর্তমানে দর্শক শাকিব খানের সিনেমা খুব ভালোভাবে গ্রহন করছে। তাছাড়া উভয় ডিরেক্টরদ্বয় গুনী ব্যক্তিত্ব। এর আগেও দর্শক তাদের সিনেমা গ্রহন করেছে। তাছাড়া সিনেমার গল্প সুন্দর ও ভিন্নধর্মী। বর্তমানে ভিন্নধর্মী গল্পের সিনেমা দর্শক গ্রহন করে। তাই আমি মনে করি সিনেমাটি অবশ্যই দর্শক গ্রহন করবে।

আপনার নতুন কোন সিনেমা কি মুক্তির অপেক্ষায় আছে? 

মম শিউলী: জ্বী, পরিচালক শাহিন সুমনের “পাগলের মতো ভালোবাসি”

আপনি কি আবার নাটকে নিয়মিত হবেন?

মম শিউলী: আমি দুই জায়গার ই মানুষ। শুরু থেকে আমি নাটক ও সিনেমা একসাথেই করে যাচ্ছি। কখনো কোনো সমস্যা হয় নি।

আপনাকে ধন্যবাদ

মম শিউলী: আপনাকেও ধন্যবাদ।

ট্যাগ :

আশা করি চালবাজ সিনেমাটি দর্শক গ্রহণ করবে : শিউলী

প্রকাশিত : ০৫:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭

  ‘চালবাজ’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এর আগে জয়দীপের পরিচালনায় দুই সিনেমা দেখা গেলেও অনন্যর সঙ্গে প্রথমবার কাজ করছেন শাকিব। এই সিনেমায় শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে শাকিবের নায়িকা হিসেবে। সিনেমাতে সেজো কাকী চরিত্রে অভিনয় করেছেন মম শিউলী।  গতকাল বুধবার তিনি বিজনেস বাংলাদেশ’র  সঙ্গে সাক্ষাৎকারে বলেন সিনেমায় অভিনয় সহ নানা অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন নজরুল ইসলাম।

কেমন আছেন

মম শিউলী: জ্বী ভালো

শ্যুটিং কেমন হয়েছে?
মম শিউলী:  শ্যুটিং খুব ভালো হয়েছে।

ভারতের শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন।

মম শিউলী: ভারতের শিল্পীরা খুব সহায়ক। তারা খুব হেল্প করেছে। বিশেষ করে আশিষ বিদ্যার্থী, শুভশ্রী গাঙ্গুলী খুব ভালো মনের অধিকারী। শুটিং চলাকালীন সময়ে তারা আমাদের সাথে সব বিষয়ে সমন্বয় করেছে।

সিনেমায় বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি পরিচালনা করছেন। পরিচালকদের সম্পর্কে কিছু বলেন।

মম শিউলী: মামুন ভাই এই প্রজন্মের গুনী নির্মাতা। জয়দীপ দা খুব ভালো মানের ডিরেক্টর। শুধু ডিরেক্টর হিসাবেই না তারা মানুষ হিসাবেও যথেষ্ট ভালো। শ্যুটিং ইউনিটে থাকা সবার সাথে তিনি খুব ভালো আচরণ করছেন। সবাইকে শান্তভাবে কাজ বুঝিয়ে দিতেন তারা। এর আগেও জয়দীপ দার শিকারী সিনেমাতেও আমি অভিনয় করেছি। তবে অনন্য মামুন ভাইয়ের সাথে এটি আমার কাজ।

ছবিতে আপনার চরিত্র কি ছিল?

মম শিউলী: ছবিতে আমি সেজো কাকী ছিলাম। একটা যৌথ পরিবারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সিনেমার শুটিং শেষ হয়েছে কবে?

মম শিউলী: ৩০ অক্টোবরে শুটিং শেষ হয়েছে।

দর্শক সিনেমাটিতে কেমন সাড়া দিবে মনে করেন।

মম শিউলী: আমি মনে করি দর্শক সিনেমা দেখবে। ভালোই সাড়া দিবে। শাকিব খান জনপ্রিয় অভিনেতা। বর্তমানে দর্শক শাকিব খানের সিনেমা খুব ভালোভাবে গ্রহন করছে। তাছাড়া উভয় ডিরেক্টরদ্বয় গুনী ব্যক্তিত্ব। এর আগেও দর্শক তাদের সিনেমা গ্রহন করেছে। তাছাড়া সিনেমার গল্প সুন্দর ও ভিন্নধর্মী। বর্তমানে ভিন্নধর্মী গল্পের সিনেমা দর্শক গ্রহন করে। তাই আমি মনে করি সিনেমাটি অবশ্যই দর্শক গ্রহন করবে।

আপনার নতুন কোন সিনেমা কি মুক্তির অপেক্ষায় আছে? 

মম শিউলী: জ্বী, পরিচালক শাহিন সুমনের “পাগলের মতো ভালোবাসি”

আপনি কি আবার নাটকে নিয়মিত হবেন?

মম শিউলী: আমি দুই জায়গার ই মানুষ। শুরু থেকে আমি নাটক ও সিনেমা একসাথেই করে যাচ্ছি। কখনো কোনো সমস্যা হয় নি।

আপনাকে ধন্যবাদ

মম শিউলী: আপনাকেও ধন্যবাদ।