০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বিএনপি কি চায় তা এখনো পরিষ্কার নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কি চায় এখনো পরিষ্কার নয়। তারা তত্ত্বাবধায়ক নাকি সহায়ক সরকার চায় তা পরিষ্কার নয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আয়োজিত ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগের এগারো দফা প্রস্তাবনা, জনগণের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আমরা কিছু চাই না। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন। শেখ হাসিনার যে জনপ্রিয়তা আছে, জালিয়াতি করে ক্ষমতা আসার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের সংলাপে আমরা যে প্রস্তাব দিয়েছি তা ছিল নিরপেক্ষ।

তিনি আরও বলেন, সংঘাতের উস্কানি দিয়ে সমঝোতা হবে না। ফেনীতে বিএনপি নিজেরা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। থলের বিড়াল মিউ করে ধরা পড়েছে বলেও তিনি জানান।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

ট্যাগ :

বিএনপি কি চায় তা এখনো পরিষ্কার নয়: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৬:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কি চায় এখনো পরিষ্কার নয়। তারা তত্ত্বাবধায়ক নাকি সহায়ক সরকার চায় তা পরিষ্কার নয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আয়োজিত ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগের এগারো দফা প্রস্তাবনা, জনগণের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আমরা কিছু চাই না। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন। শেখ হাসিনার যে জনপ্রিয়তা আছে, জালিয়াতি করে ক্ষমতা আসার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের সংলাপে আমরা যে প্রস্তাব দিয়েছি তা ছিল নিরপেক্ষ।

তিনি আরও বলেন, সংঘাতের উস্কানি দিয়ে সমঝোতা হবে না। ফেনীতে বিএনপি নিজেরা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। থলের বিড়াল মিউ করে ধরা পড়েছে বলেও তিনি জানান।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।