০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সরকার কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার বিদ্যুৎভবনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি গ্রাহকদের সন্তুষ্টি বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। দক্ষতা বাড়িয়ে সিস্টেম লস কমানো বা মানবসম্পদ উন্নয়ন বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ।

তিনি বলেন, এছাড়া দক্ষতা বাড়াতে যে বিনিয়োগ প্রয়োজন তা বের করাও একটি চ্যালেঞ্জ। তবে গ্রাহকসেবার মান আরও বাড়িয়ে বিতরণ করতে কোম্পানিগুলো দৃষ্টান্তমূলক অবদান রাখছে।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ম তামিম বলেন, দক্ষতা বাড়ালে ও এইচএফও/ডিজেল আমদানি মূল্যে বিদ্যুৎকেন্দ্রে দিলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। বিষয়গুলো বাংলাদেশ এনার্জি রেগুলেরটরি কমিশনের দেখা উচিত।

ট্যাগ :

নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সরকার কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার বিদ্যুৎভবনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি গ্রাহকদের সন্তুষ্টি বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। দক্ষতা বাড়িয়ে সিস্টেম লস কমানো বা মানবসম্পদ উন্নয়ন বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ।

তিনি বলেন, এছাড়া দক্ষতা বাড়াতে যে বিনিয়োগ প্রয়োজন তা বের করাও একটি চ্যালেঞ্জ। তবে গ্রাহকসেবার মান আরও বাড়িয়ে বিতরণ করতে কোম্পানিগুলো দৃষ্টান্তমূলক অবদান রাখছে।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ম তামিম বলেন, দক্ষতা বাড়ালে ও এইচএফও/ডিজেল আমদানি মূল্যে বিদ্যুৎকেন্দ্রে দিলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। বিষয়গুলো বাংলাদেশ এনার্জি রেগুলেরটরি কমিশনের দেখা উচিত।