০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে। পূর্বের যেকোন সকারের তুলানায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছেন।

শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দূর্গাপুরে এক মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অসংখ্য পদক্ষেপ গ্রহন করেছেন। উন্নয়নে নারী-পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছেয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়।

মন্ত্রী বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ অনেক মন্ত্রী এমপি নারী। সুতরাং রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে যাবতীয় ভালকাজই হচ্ছে রাজনীতি। উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে। দেশের জন্য কাজ করে যেতে হবে।

মন্ত্রী বলেন, আজ ৩ নভেম্বর জাতির জীবনে এক কলঙ্কিত দিন। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশা পাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলা। কিন্তুু তারা সফল হতে পারেনি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ অর্জনকারী দেশটি হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির আবর্তে নিক্ষেপ করতে । কিন্তুু ষড়যন্ত্রকারীরা অন্ধকারের শক্তি সফল কাম হতে পারেনি। সংগ্রমী বাঙ্গালী জাতি তা ব্যর্থ করে দিয়েছে।

মন্ত্রী এলাকার উন্নয়ন প্রসংঙ্গে বলেন, এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে কুমিল্লা ইপিজেড স্থাপিত হয়েছে। যেখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। জনগণের কর্মসংস্থানের লক্ষ্যে একটি আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে জমি অধিগ্রহনের কাজ শেষ হয়েছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করেন আমি কর্মসংস্থানের ব্যবস্থা আমি করব। এই এলাকার একমাত্র কলেজ লালমাই ডিগ্রী কলেজকে সরকারীকরন করা হয়েছে ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর দাক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সেলিম, আওয়ামীলীগ নেতা হাজী আবদুর রহিম প্রমুখ।

ট্যাগ :

নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে। পূর্বের যেকোন সকারের তুলানায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছেন।

শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দূর্গাপুরে এক মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অসংখ্য পদক্ষেপ গ্রহন করেছেন। উন্নয়নে নারী-পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছেয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়।

মন্ত্রী বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ অনেক মন্ত্রী এমপি নারী। সুতরাং রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে যাবতীয় ভালকাজই হচ্ছে রাজনীতি। উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে। দেশের জন্য কাজ করে যেতে হবে।

মন্ত্রী বলেন, আজ ৩ নভেম্বর জাতির জীবনে এক কলঙ্কিত দিন। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশা পাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলা। কিন্তুু তারা সফল হতে পারেনি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ অর্জনকারী দেশটি হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির আবর্তে নিক্ষেপ করতে । কিন্তুু ষড়যন্ত্রকারীরা অন্ধকারের শক্তি সফল কাম হতে পারেনি। সংগ্রমী বাঙ্গালী জাতি তা ব্যর্থ করে দিয়েছে।

মন্ত্রী এলাকার উন্নয়ন প্রসংঙ্গে বলেন, এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে কুমিল্লা ইপিজেড স্থাপিত হয়েছে। যেখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। জনগণের কর্মসংস্থানের লক্ষ্যে একটি আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে জমি অধিগ্রহনের কাজ শেষ হয়েছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করেন আমি কর্মসংস্থানের ব্যবস্থা আমি করব। এই এলাকার একমাত্র কলেজ লালমাই ডিগ্রী কলেজকে সরকারীকরন করা হয়েছে ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর দাক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সেলিম, আওয়ামীলীগ নেতা হাজী আবদুর রহিম প্রমুখ।