০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ব্রাজিল দলের জন্য দু:সংবাদ

শনিবার রাতে খেলা হয়নি অ্যাঙ্গার্সের বিপক্ষে পিএসজি ম্যাচে। বলা হচ্ছিল নেইমারের হালকা চোট আছে। বড় দু:সংবাদ, সেই চোটের কারণে জাতীয় দল ব্রাজিলেরও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ১০ নভেম্বর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাও দেখা যেতে পারে নেইমারকে।

গত মঙ্গলবার বাম পায়ের চোট ধরা পড়ে পিএসজির ব্রাজিল ফরোয়ার্ডের। চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখট এবং লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিপক্ষে তাই খেলতে পারেননি নেইমার। ব্রাজিল দল এবং পিএসজির চিকিৎসকরা একত্রে কাজ করছেন দলের প্রধান তারকাকে সারিয়ে তুলতে।

তবে নেইমারের চোট কতটা গুরুতর সে বিষয়ে জানায়নি কোন পক্ষই। বলা হয়েছে, সামনের কয়েকদিনের মধ্যে আরেকটি শারীরিক পরীক্ষা হবে তার। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে নেইমারের মাঠে নামা। জাপানের বিপক্ষে ব্রাজিলের হয়ে নাকি পিএসজির পরের ম্যাচেই ফেরা হবে সেটি তাই বড় প্রশ্নই।

অবশ্য নেইমার ছাড়া পিএসজি খেলছে দারুণ। আন্ডারলেখট ও অ্যাঙ্গার্সের জালে জড়িয়েছে সমান ৫টি করে গোল। ব্রাজিল দলেও নেই তারকার অভাব। এরপরও দলের প্রধান ভরসার দ্রুত ফিরে আসাই একান্ত কাম্য হয়ে উঠেছে পিএসজি এবং ব্রাজিলের জন্য।

ট্যাগ :

ব্রাজিল দলের জন্য দু:সংবাদ

প্রকাশিত : ১১:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭

শনিবার রাতে খেলা হয়নি অ্যাঙ্গার্সের বিপক্ষে পিএসজি ম্যাচে। বলা হচ্ছিল নেইমারের হালকা চোট আছে। বড় দু:সংবাদ, সেই চোটের কারণে জাতীয় দল ব্রাজিলেরও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ১০ নভেম্বর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাও দেখা যেতে পারে নেইমারকে।

গত মঙ্গলবার বাম পায়ের চোট ধরা পড়ে পিএসজির ব্রাজিল ফরোয়ার্ডের। চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখট এবং লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিপক্ষে তাই খেলতে পারেননি নেইমার। ব্রাজিল দল এবং পিএসজির চিকিৎসকরা একত্রে কাজ করছেন দলের প্রধান তারকাকে সারিয়ে তুলতে।

তবে নেইমারের চোট কতটা গুরুতর সে বিষয়ে জানায়নি কোন পক্ষই। বলা হয়েছে, সামনের কয়েকদিনের মধ্যে আরেকটি শারীরিক পরীক্ষা হবে তার। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে নেইমারের মাঠে নামা। জাপানের বিপক্ষে ব্রাজিলের হয়ে নাকি পিএসজির পরের ম্যাচেই ফেরা হবে সেটি তাই বড় প্রশ্নই।

অবশ্য নেইমার ছাড়া পিএসজি খেলছে দারুণ। আন্ডারলেখট ও অ্যাঙ্গার্সের জালে জড়িয়েছে সমান ৫টি করে গোল। ব্রাজিল দলেও নেই তারকার অভাব। এরপরও দলের প্রধান ভরসার দ্রুত ফিরে আসাই একান্ত কাম্য হয়ে উঠেছে পিএসজি এবং ব্রাজিলের জন্য।