০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি

এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হুন কিন বলেছেন, বাংলাদেশকে আগামি পাঁচ বছরে ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি।

সোমবার (৬ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন হুন কিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চাইলে আমরা রোহিঙ্গাদের সহায়তায় অনুদান দেবো। তিনি বলেন, মূলত ২ টি বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। একটি হচ্ছে এডিবির নতুন কান্ট্রি ডিরেকটরকে পরিচিত করা, অন্যটি হচ্ছে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে আলোচনা।

অপর এক প্রশ্নের জবাবে এই মহাপরিচালক বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেক বড়। দেশে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশই যথেষ্ট। তারপরেও তারা যদি চায় আমরা বিষয়টি দেখবো। কারণ এ বিষয়ে আমাদের করণীয় খুবই কম। এক্ষেত্রে আমাদের উদ্যোগ খুদ্র। তিনি বলেন, আমরা বর্তমানে বাংলাদেশকে বছরে এক বিলিয়ন করে দেই। এটি বাড়িয়ে দেড় বিলিয়ন করা হয়েছে।

ট্যাগ :

৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি

প্রকাশিত : ০৬:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭

এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হুন কিন বলেছেন, বাংলাদেশকে আগামি পাঁচ বছরে ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি।

সোমবার (৬ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন হুন কিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চাইলে আমরা রোহিঙ্গাদের সহায়তায় অনুদান দেবো। তিনি বলেন, মূলত ২ টি বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। একটি হচ্ছে এডিবির নতুন কান্ট্রি ডিরেকটরকে পরিচিত করা, অন্যটি হচ্ছে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে আলোচনা।

অপর এক প্রশ্নের জবাবে এই মহাপরিচালক বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেক বড়। দেশে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশই যথেষ্ট। তারপরেও তারা যদি চায় আমরা বিষয়টি দেখবো। কারণ এ বিষয়ে আমাদের করণীয় খুবই কম। এক্ষেত্রে আমাদের উদ্যোগ খুদ্র। তিনি বলেন, আমরা বর্তমানে বাংলাদেশকে বছরে এক বিলিয়ন করে দেই। এটি বাড়িয়ে দেড় বিলিয়ন করা হয়েছে।