০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

‘স্বাধীনতার ঘোষক আর পাঠক এক নয়’ -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতিহাস নিয়ে যারা কাঁনামাছি খেলে ইউনেস্কো তাদেরকে সঠিক জবাব দিয়েছে। স্বাধীনতা ঘোষক আর স্বাধীনতা পাঠক এক নয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজের স্বীকৃতি পাওয়া উপলক্ষে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি ১২ তারিখের সম্মেলনে কোনো মারামারি করলে সরকার ও পুলিশ বসে থাকবে না। সরকার জনস্বার্থের সকল ব্যবস্থা নিতে পারে। আমরা বার বার ধরনা দিয়েও অনেক মিটিংয়ের অনুমতি থেকে বঞ্চিত হয়েছি। অনুমতি পেয়েছেন এটাই সরকারের পক্ষ থেকে সহযোগিতা।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে সম্মেলনের অনুমতি দিতে পুলিশও ভয় পান। আপনারা নিজেরা মারামারি করে অনেক সম্মেলন পন্ড করেছেন। দিনের শেষে প্রেস বিফ্রিং করে সরকারকে দোষ দিয়েছেন, এবার যেন তা না করেন।
ছাত্রলীগ উদ্দেশ্যে কাদের বলেন, সত্যকে শিকার না করে এড়িয়ে গেলে নিজেদেরই ক্ষতি হবে। কোনো সমস্যা হলেই দেখা যায় কমিটি বিলিপ্ত করে দেয়। আসলে কমিটি বিলিপ্ত করে সকল সমস্যা সমাধান হয় না। অপরাধ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে তিনি। নতুন কমিটির জন্য দলের নেতাদের কাছ থেকে নাম নেওয়া হয়। তখনই স্থানীয় নেতার মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। নেতাদের কথা নিয়ে কেন কমিটি হবে? নেতাদের কথা নিয়ে কমিটি করলে নেতারা ছাত্রলীগ নেতাদের নিজেদের পাহারাদার বানাবে বলে তিনি জানান।
ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন পিন্স প্রমুখ।

ট্যাগ :

‘স্বাধীনতার ঘোষক আর পাঠক এক নয়’ -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতিহাস নিয়ে যারা কাঁনামাছি খেলে ইউনেস্কো তাদেরকে সঠিক জবাব দিয়েছে। স্বাধীনতা ঘোষক আর স্বাধীনতা পাঠক এক নয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজের স্বীকৃতি পাওয়া উপলক্ষে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি ১২ তারিখের সম্মেলনে কোনো মারামারি করলে সরকার ও পুলিশ বসে থাকবে না। সরকার জনস্বার্থের সকল ব্যবস্থা নিতে পারে। আমরা বার বার ধরনা দিয়েও অনেক মিটিংয়ের অনুমতি থেকে বঞ্চিত হয়েছি। অনুমতি পেয়েছেন এটাই সরকারের পক্ষ থেকে সহযোগিতা।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে সম্মেলনের অনুমতি দিতে পুলিশও ভয় পান। আপনারা নিজেরা মারামারি করে অনেক সম্মেলন পন্ড করেছেন। দিনের শেষে প্রেস বিফ্রিং করে সরকারকে দোষ দিয়েছেন, এবার যেন তা না করেন।
ছাত্রলীগ উদ্দেশ্যে কাদের বলেন, সত্যকে শিকার না করে এড়িয়ে গেলে নিজেদেরই ক্ষতি হবে। কোনো সমস্যা হলেই দেখা যায় কমিটি বিলিপ্ত করে দেয়। আসলে কমিটি বিলিপ্ত করে সকল সমস্যা সমাধান হয় না। অপরাধ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে তিনি। নতুন কমিটির জন্য দলের নেতাদের কাছ থেকে নাম নেওয়া হয়। তখনই স্থানীয় নেতার মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। নেতাদের কথা নিয়ে কেন কমিটি হবে? নেতাদের কথা নিয়ে কমিটি করলে নেতারা ছাত্রলীগ নেতাদের নিজেদের পাহারাদার বানাবে বলে তিনি জানান।
ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন পিন্স প্রমুখ।