০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

প্রধান বিচারপতির পদত্যাগপত্র বঙ্গভবনে

বঙ্গভবনে পৌঁছেছে প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র। শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করেছেন বলে শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল। তবে কোনো সূত্র থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি পদত্যাগপত্র পাঠালে, সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আমি যতদূর জানি, এখনও কোনো পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ উঠার মত আপনারাও (সাংবাদিকরা) জানতে পারবেন।

এদিন সকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি আপনাদের কাছ থেকে শুনেছি। আমি এখনও নিজে এ সম্পর্কে কিছু জানি না। এজন্য কোনো মন্তব্য করতে পারছি না।

পদত্যাগ করলে পরবর্তী পদক্ষেপ কী হবে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনারা হয়তো সংবিধানের ৯৭ অনুচ্ছেদ সম্পর্কে অবগত আছেন। ৯৭ অনুচ্ছেদে আছে যে, প্রধান বিচারপতি যদি অনুপস্থিত, অসুস্থ বা অন্য কোনো কারণে তার কার্যভার পালন করতে না পারেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি আপিল বিভাগের প্রবীণতম বিচারপতিকে অস্থায়ী বিচারপতি নিয়োগ দিতে পারেন।

তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত এ পদ থেকে পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি, ততক্ষণ পর্য়ন্ত মো. আবদুল ওয়াহাব মিয়া অস্থায়ী প্রধানপতি থাকবেন।

শনিবার রাজধানী অফিসার্স ক্লাবে নবীন আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

ট্যাগ :

প্রধান বিচারপতির পদত্যাগপত্র বঙ্গভবনে

প্রকাশিত : ০২:০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭

বঙ্গভবনে পৌঁছেছে প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র। শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করেছেন বলে শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল। তবে কোনো সূত্র থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি পদত্যাগপত্র পাঠালে, সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আমি যতদূর জানি, এখনও কোনো পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ উঠার মত আপনারাও (সাংবাদিকরা) জানতে পারবেন।

এদিন সকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি আপনাদের কাছ থেকে শুনেছি। আমি এখনও নিজে এ সম্পর্কে কিছু জানি না। এজন্য কোনো মন্তব্য করতে পারছি না।

পদত্যাগ করলে পরবর্তী পদক্ষেপ কী হবে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনারা হয়তো সংবিধানের ৯৭ অনুচ্ছেদ সম্পর্কে অবগত আছেন। ৯৭ অনুচ্ছেদে আছে যে, প্রধান বিচারপতি যদি অনুপস্থিত, অসুস্থ বা অন্য কোনো কারণে তার কার্যভার পালন করতে না পারেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি আপিল বিভাগের প্রবীণতম বিচারপতিকে অস্থায়ী বিচারপতি নিয়োগ দিতে পারেন।

তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত এ পদ থেকে পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি, ততক্ষণ পর্য়ন্ত মো. আবদুল ওয়াহাব মিয়া অস্থায়ী প্রধানপতি থাকবেন।

শনিবার রাজধানী অফিসার্স ক্লাবে নবীন আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।