০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা

যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই কাপের ফাইনালে জায়গা পেতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছে দু’দল।

কিনরারা একাডেমি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হাসান খান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ।

ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৫৬ রান আসে নাঈম শেখ ও পিনাক ঘোষের ব্যাট থেকে। ব্যক্তিগত ১৪ রানে নাইম শেখ ফিরলেও ওয়ানডাউনে নামা সাইফ হাসানের সঙ্গে বড় জুটিতে দলকে টানতে থাকেন পিনাক ঘোষ। তারা দুজনে মিলে ১০৫ রানের জুটি গড়েন।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮২ রান আসে ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে। ৯৩ বলে ৮ চার ও ১ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন সাইফ হাসান। দলীয় অধিনায়কের এ ইনিংসটি ৭৮ বলে ৭ চার ও ১ ছক্কায় সাজানো ছিল। এছাড়া ৫২ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।

বল হাতে পাকিস্তানের হয়ে মুনির রিয়াজ ৩টি উইকেট নেন। এছাড়া শাহীন আফ্রিদি, হাসান খান, মোহাম্মদ সোলেমান একটি করে উইকেট নেন।

 

ট্যাগ :

পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা

প্রকাশিত : ০৩:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭

যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই কাপের ফাইনালে জায়গা পেতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছে দু’দল।

কিনরারা একাডেমি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হাসান খান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ।

ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৫৬ রান আসে নাঈম শেখ ও পিনাক ঘোষের ব্যাট থেকে। ব্যক্তিগত ১৪ রানে নাইম শেখ ফিরলেও ওয়ানডাউনে নামা সাইফ হাসানের সঙ্গে বড় জুটিতে দলকে টানতে থাকেন পিনাক ঘোষ। তারা দুজনে মিলে ১০৫ রানের জুটি গড়েন।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮২ রান আসে ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে। ৯৩ বলে ৮ চার ও ১ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন সাইফ হাসান। দলীয় অধিনায়কের এ ইনিংসটি ৭৮ বলে ৭ চার ও ১ ছক্কায় সাজানো ছিল। এছাড়া ৫২ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।

বল হাতে পাকিস্তানের হয়ে মুনির রিয়াজ ৩টি উইকেট নেন। এছাড়া শাহীন আফ্রিদি, হাসান খান, মোহাম্মদ সোলেমান একটি করে উইকেট নেন।