১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সরকার নদীখনন কার্যক্রম হাতে নিয়েছে

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, নদীপথকে দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করে সরকার সারাদেশে নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে। উত্তরাঞ্চলের উন্নয়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই অঞ্চলের বাহাদুরাবাদ-বালাসীঘাট নৌপথ আবার চালু হতে যাচ্ছে। এই নৌ-পথ চালু হলে এই অঞ্চলের মানুষের চলাচলের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে’। পঞ্চগড়-দিনাজপুর-নওগাঁ-পাবনা নৌপথ খনন কাজের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলার আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ চত্বরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহনমন্ত্রী এসব কথা বলেন। বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম, মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ’র জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ। নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘নৌ-পথের উন্নয়ন আবশ্যিকতা উপলব্ধি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশের নদীগুলো খননের কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারপর থেকে নদী খনন কার্যক্রমের আর কোন অগ্রগগিত হয় নি। বর্তমান সরকার পুনরায় সেই গুরুত্ব উপলব্ধি করে সারাদেশের নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে’। দেশের নৌ-পরিবহনখাতে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের সময় চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং মংলা সমুদ্রবন্দর আবার জেগে উঠেছে। ইতিপূর্বে এখাতে সাড়ে ১১ কোটি টাকা লোকসান হয়েছে। কিন্তু আমাদের উদ্যোগে কেবল গত একবছরে লাভ হয়েছে ৭০ কোটি টাকা’। চট্টগ্রাম বন্দরের বর্তমান রিজার্ভ সাড়ে ৯ হাজার কোটি টাকা-একথা উল্লেখ করে শাহাজাহান খান বলেন, ‘পদ্মাসেতুর কাজ দেশের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে। এর নির্মান কাজ এগিয়ে চলেছে। আগামী ২০১৯ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে’।

ট্যাগ :

সরকার নদীখনন কার্যক্রম হাতে নিয়েছে

প্রকাশিত : ০৩:২৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, নদীপথকে দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করে সরকার সারাদেশে নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে। উত্তরাঞ্চলের উন্নয়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই অঞ্চলের বাহাদুরাবাদ-বালাসীঘাট নৌপথ আবার চালু হতে যাচ্ছে। এই নৌ-পথ চালু হলে এই অঞ্চলের মানুষের চলাচলের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে’। পঞ্চগড়-দিনাজপুর-নওগাঁ-পাবনা নৌপথ খনন কাজের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলার আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ চত্বরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহনমন্ত্রী এসব কথা বলেন। বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম, মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ’র জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ। নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘নৌ-পথের উন্নয়ন আবশ্যিকতা উপলব্ধি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশের নদীগুলো খননের কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারপর থেকে নদী খনন কার্যক্রমের আর কোন অগ্রগগিত হয় নি। বর্তমান সরকার পুনরায় সেই গুরুত্ব উপলব্ধি করে সারাদেশের নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে’। দেশের নৌ-পরিবহনখাতে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের সময় চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং মংলা সমুদ্রবন্দর আবার জেগে উঠেছে। ইতিপূর্বে এখাতে সাড়ে ১১ কোটি টাকা লোকসান হয়েছে। কিন্তু আমাদের উদ্যোগে কেবল গত একবছরে লাভ হয়েছে ৭০ কোটি টাকা’। চট্টগ্রাম বন্দরের বর্তমান রিজার্ভ সাড়ে ৯ হাজার কোটি টাকা-একথা উল্লেখ করে শাহাজাহান খান বলেন, ‘পদ্মাসেতুর কাজ দেশের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে। এর নির্মান কাজ এগিয়ে চলেছে। আগামী ২০১৯ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে’।