০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রাবির অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে থেকে অপহৃত সেই ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তার স্বামীকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের সহাকরী কমিশনার ইফতে খায়ের আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতে খায়ের আলম বলেন, ঢাকা থেকে ওই ছাত্রী ও তার সাবেক স্বামীকে (বিচ্ছেদ প্রক্রিয়াধীন) ঢাকা মহানগর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তারা দুজনই পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে শুক্রবার রাতে অপহরণকারীর (স্বামী) বাবাকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে অপহরণকারীর বাবাকে আটক ও অপহরণকারীর অবস্থান পুলিশ জানতে পেরেছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান। শুক্রবার সন্ধ্যায় মেয়ের বাবা মতিহার থানায় মামলা করেছেন।

গত শুক্রবার সকালে তাপসী রাবেয়া হলের সামনে থেকে উম্মে শাহী আম্মানা শোভা নামের ওই ছাত্রীকে তার সাবেক স্বামী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। শোভা বাংলা স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার তিনি পরীক্ষা দেয়ার জন্য হল থেকে বের হন। তার সন্ধান দাবিতে শুক্রবারই আন্দোলনে নামেন তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা।

ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিকাল ৪টা থেকে ভিসির বাসভবন ঘেরাও করেন রাবি শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে রাতের জন্য এ কর্মসূচি স্থগিত করা হয়। একইসঙ্গে শনিবার সকাল ১০টায় মানববন্ধন ও ফের ভিসির বাসভবন ঘেরাও করবেন বলে ঘোষণা দেন।

এদিকে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান তাপসী রাবেয়া হলে গিয়ে ছাত্রীদের বলেন, শোভার খোঁজ পাওয়া গেছে এবং পুলিশ শিগগিরই তাকে উদ্ধার করবে। তবে ছাত্রীদের অভিযোগ, আন্দোলন দমানোর জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কথা বলছে।

শোভা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তার সাবেক স্বামী সোহেল রানা পেশায় আইনজীবী। সোহেলের বাড়ি জেলার আরেক উপজেলা পত্নীতলার নজিপুরে। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। দুই মাস আগে ডিভোর্স হয়ে যায়।

ট্যাগ :

রাবির অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার

প্রকাশিত : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে থেকে অপহৃত সেই ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তার স্বামীকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের সহাকরী কমিশনার ইফতে খায়ের আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতে খায়ের আলম বলেন, ঢাকা থেকে ওই ছাত্রী ও তার সাবেক স্বামীকে (বিচ্ছেদ প্রক্রিয়াধীন) ঢাকা মহানগর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তারা দুজনই পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে শুক্রবার রাতে অপহরণকারীর (স্বামী) বাবাকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে অপহরণকারীর বাবাকে আটক ও অপহরণকারীর অবস্থান পুলিশ জানতে পেরেছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান। শুক্রবার সন্ধ্যায় মেয়ের বাবা মতিহার থানায় মামলা করেছেন।

গত শুক্রবার সকালে তাপসী রাবেয়া হলের সামনে থেকে উম্মে শাহী আম্মানা শোভা নামের ওই ছাত্রীকে তার সাবেক স্বামী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। শোভা বাংলা স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার তিনি পরীক্ষা দেয়ার জন্য হল থেকে বের হন। তার সন্ধান দাবিতে শুক্রবারই আন্দোলনে নামেন তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা।

ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিকাল ৪টা থেকে ভিসির বাসভবন ঘেরাও করেন রাবি শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে রাতের জন্য এ কর্মসূচি স্থগিত করা হয়। একইসঙ্গে শনিবার সকাল ১০টায় মানববন্ধন ও ফের ভিসির বাসভবন ঘেরাও করবেন বলে ঘোষণা দেন।

এদিকে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান তাপসী রাবেয়া হলে গিয়ে ছাত্রীদের বলেন, শোভার খোঁজ পাওয়া গেছে এবং পুলিশ শিগগিরই তাকে উদ্ধার করবে। তবে ছাত্রীদের অভিযোগ, আন্দোলন দমানোর জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কথা বলছে।

শোভা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তার সাবেক স্বামী সোহেল রানা পেশায় আইনজীবী। সোহেলের বাড়ি জেলার আরেক উপজেলা পত্নীতলার নজিপুরে। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। দুই মাস আগে ডিভোর্স হয়ে যায়।