০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

১৪ মিনিটেই মার্কিন উপকূলে পরমাণু হামলা চালাতে পারবে চীন!

চীন দাবি করেছে, তাদের যুদ্ধবিমান মাত্র ১৪ মিনিটে মার্কিন উপকূলে চালাতে পারবে পরমাণু হামলা। শুধু আমেরিকায় নয়, খুব অল্প সময়েই চীনের যুদ্ধবিমান পরমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যে কোনও প্রান্তে।

দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চীন তেমনই এক হাইপারসনিক জেট তৈরি করছে বলে খবর প্রকাশ করা হয়েছে।

হংকং ভিত্তিক সেই সংবাদপত্রটির দাবি, আগামী তিন বছরের মধ্যেই এই হাইপারসনিক জেট আকাশে উড়বে। হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চিনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মীয়মান।

অত্যন্ত গোপনীয় উইন্ড টানেল প্রকল্পটিতে কাজ করছেন যে বিজ্ঞানীরা, তাদেরই এক জনকে উদ্ধৃত করেছে চিনা সংবাদপত্রটি। যে হাইপারসনিক জেট তৈরি হচ্ছে, সেটির পরীক্ষা শুধু নয়, আরও নানা ধরনের হাইপারসনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম তৈরির পরিকল্পনা নিয়েছে চীন

২০২০ সালের মধ্যেই টানেলটি তৈরি হয়ে যাবে বলে চীনা বিজ্ঞানী ঝাও ওয়েই সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের মধ্যেই পরমাণু হামলায় সক্ষম হাপারসনিক জেটটি তৈরি হয়ে যাবে বলেও খবরে এসেছে।

সেকেন্ডে ১২ কিলোমিটার বেগে উড়তে পারবে চীনের নির্মীয়মান হাইপারসনিক এয়ারক্র্যাফ্টটি। অর্থাৎ শব্দের ৩৫ গুণ বেগে। এই বেগে উড়লে চীন থেকে আমেরিকার উপকূলে পৌঁছতে মাত্র ১৪ মিনিট লাগবে।

ট্যাগ :

১৪ মিনিটেই মার্কিন উপকূলে পরমাণু হামলা চালাতে পারবে চীন!

প্রকাশিত : ১০:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭

চীন দাবি করেছে, তাদের যুদ্ধবিমান মাত্র ১৪ মিনিটে মার্কিন উপকূলে চালাতে পারবে পরমাণু হামলা। শুধু আমেরিকায় নয়, খুব অল্প সময়েই চীনের যুদ্ধবিমান পরমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যে কোনও প্রান্তে।

দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চীন তেমনই এক হাইপারসনিক জেট তৈরি করছে বলে খবর প্রকাশ করা হয়েছে।

হংকং ভিত্তিক সেই সংবাদপত্রটির দাবি, আগামী তিন বছরের মধ্যেই এই হাইপারসনিক জেট আকাশে উড়বে। হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চিনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মীয়মান।

অত্যন্ত গোপনীয় উইন্ড টানেল প্রকল্পটিতে কাজ করছেন যে বিজ্ঞানীরা, তাদেরই এক জনকে উদ্ধৃত করেছে চিনা সংবাদপত্রটি। যে হাইপারসনিক জেট তৈরি হচ্ছে, সেটির পরীক্ষা শুধু নয়, আরও নানা ধরনের হাইপারসনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম তৈরির পরিকল্পনা নিয়েছে চীন

২০২০ সালের মধ্যেই টানেলটি তৈরি হয়ে যাবে বলে চীনা বিজ্ঞানী ঝাও ওয়েই সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের মধ্যেই পরমাণু হামলায় সক্ষম হাপারসনিক জেটটি তৈরি হয়ে যাবে বলেও খবরে এসেছে।

সেকেন্ডে ১২ কিলোমিটার বেগে উড়তে পারবে চীনের নির্মীয়মান হাইপারসনিক এয়ারক্র্যাফ্টটি। অর্থাৎ শব্দের ৩৫ গুণ বেগে। এই বেগে উড়লে চীন থেকে আমেরিকার উপকূলে পৌঁছতে মাত্র ১৪ মিনিট লাগবে।