০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

জেলে জামাই আদরেই আছেন রাম রহিম!

ভারতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ধর্মগুরু বাবা রাম রহিম জেলে জামাই আদরেই আছেন। কারাগারে রাম রহিমের আদর দেখে ফুঁসছে বাকি বন্দিরা।

সম্প্রতি রোহতকের জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন রাহুল নামের এক ব্যক্তি। তিনি সংবাদসংস্থার কাছে অভিযোগ করে বলেছেন, ‘‘রাম রহিমকে জেলে আনার পর নতুন অনেক নিয়ম আরোপ করা হয়েছে। জেলের অন্যান্য বন্দীরা এখন মুক্তভাবে চলাফেরা করতে পারেন না। আমরা কেউই ওনাকে দেখতে পাইনি। তবে শুনেছি ওনার কথা। ’’

তিনি আরো জানান, অন্য বন্দিদের সঙ্গে দেখা করতে আসা ভিজিটরদের ক্ষেত্রে যেখানে মাত্র ২০ মিনিট সময় বরাদ্দ করা থাকে, সেখানে রাম রহিমের সময় বাড়িয়ে দু-ঘণ্টা করা হয়েছে। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেও বেশ আয়েশেই দিন কাটাচ্ছেন তিনি। কোন কাজ না করেই শুয়ে বসে থাকছেন এ ধর্মগুরু।

যদিও রাহুলের এমন দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির হরিয়ানার কারামন্ত্রী কিষান লাল পানওয়ার।

তিনি জানিয়েছেন, কোন ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না রাম রহিমকে। জেলের অন্য সাধারণ বন্দিদের মতোই রাখা হচ্ছে তাকে।

ট্যাগ :

জেলে জামাই আদরেই আছেন রাম রহিম!

প্রকাশিত : ১১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭

ভারতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ধর্মগুরু বাবা রাম রহিম জেলে জামাই আদরেই আছেন। কারাগারে রাম রহিমের আদর দেখে ফুঁসছে বাকি বন্দিরা।

সম্প্রতি রোহতকের জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন রাহুল নামের এক ব্যক্তি। তিনি সংবাদসংস্থার কাছে অভিযোগ করে বলেছেন, ‘‘রাম রহিমকে জেলে আনার পর নতুন অনেক নিয়ম আরোপ করা হয়েছে। জেলের অন্যান্য বন্দীরা এখন মুক্তভাবে চলাফেরা করতে পারেন না। আমরা কেউই ওনাকে দেখতে পাইনি। তবে শুনেছি ওনার কথা। ’’

তিনি আরো জানান, অন্য বন্দিদের সঙ্গে দেখা করতে আসা ভিজিটরদের ক্ষেত্রে যেখানে মাত্র ২০ মিনিট সময় বরাদ্দ করা থাকে, সেখানে রাম রহিমের সময় বাড়িয়ে দু-ঘণ্টা করা হয়েছে। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেও বেশ আয়েশেই দিন কাটাচ্ছেন তিনি। কোন কাজ না করেই শুয়ে বসে থাকছেন এ ধর্মগুরু।

যদিও রাহুলের এমন দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির হরিয়ানার কারামন্ত্রী কিষান লাল পানওয়ার।

তিনি জানিয়েছেন, কোন ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না রাম রহিমকে। জেলের অন্য সাধারণ বন্দিদের মতোই রাখা হচ্ছে তাকে।