০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত নেইমারের আরো তিন সতীর্থ

করোনাভাইরাসের থাবা প্যারিস সেন্ত জার্মেইয়ে। দুই আগে তিন খেলোয়াড়ের প্র্রাণঘাতী ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল ফরাসি ক্লাবটি। বৃহস্পতিবার দিয়েছে আরও তিন খেলোয়াড়ের ‘পজিটিভ’ হওয়ার খবর।

ক্লাব থেকে নাম গোপন রাখা হলেও ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আক্রান্ত হওয়া তিন খেলোয়াড় হলেন স্ট্রাইকার মাউরো ইকার্দি, ডিফেন্ডার মারকিনুস ও গোলকিপার কেইলর নাভাস। সব মিলিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের ছয় খেলোয়াড় হলেন করোনা ‘পজিটিভ’।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার পর অবকাশ যাপনে স্পেনের ইবিজায় গিয়েছিলেন পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড়। সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ধাপে আক্রান্ত হন তিন খেলোয়াড়। তাদের নামও প্রকাশ করেনি পিএসজি। যদিও ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো ছেপেছিল নেইমার, আনহেল ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারেদেসের নাম। যাদের মধ্যে লেকিপও ছিল। ফরাসি এই সংবাদমাধ্যমটিই নতুন ‘পজিটিভ’দের নাম প্রকাশ করেছে।

ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলায় পিএসজির মৌসুম শুরু হচ্ছে অবশ্য দেরিতে। দুই দফা তাদের উদ্বোধনী ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগের প্রথম ম্যাচে ‍লঁসের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। কিন্তু এর আগেই করোনার থাবায় আবারও পরিত্যক্ত হওয়ার শঙ্কায় ম্যাচটি।

ফরাসি লিগ ওয়ানের নিয়ম অনুযায়ী, কোনও দলের চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে তাদের ম্যাচ পরিত্যক্ত করা হবে। সেই হিসাবে পিএসজিতে আক্রান্ত ছয় খেলোয়াড়। যদিও লঁসের বিপক্ষে তাদের ম্যাচ পরিত্যক্তের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

অবিরাম বৃষ্টিতে নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১১২

করোনায় আক্রান্ত নেইমারের আরো তিন সতীর্থ

প্রকাশিত : ০৪:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসের থাবা প্যারিস সেন্ত জার্মেইয়ে। দুই আগে তিন খেলোয়াড়ের প্র্রাণঘাতী ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল ফরাসি ক্লাবটি। বৃহস্পতিবার দিয়েছে আরও তিন খেলোয়াড়ের ‘পজিটিভ’ হওয়ার খবর।

ক্লাব থেকে নাম গোপন রাখা হলেও ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আক্রান্ত হওয়া তিন খেলোয়াড় হলেন স্ট্রাইকার মাউরো ইকার্দি, ডিফেন্ডার মারকিনুস ও গোলকিপার কেইলর নাভাস। সব মিলিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের ছয় খেলোয়াড় হলেন করোনা ‘পজিটিভ’।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার পর অবকাশ যাপনে স্পেনের ইবিজায় গিয়েছিলেন পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড়। সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ধাপে আক্রান্ত হন তিন খেলোয়াড়। তাদের নামও প্রকাশ করেনি পিএসজি। যদিও ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো ছেপেছিল নেইমার, আনহেল ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারেদেসের নাম। যাদের মধ্যে লেকিপও ছিল। ফরাসি এই সংবাদমাধ্যমটিই নতুন ‘পজিটিভ’দের নাম প্রকাশ করেছে।

ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলায় পিএসজির মৌসুম শুরু হচ্ছে অবশ্য দেরিতে। দুই দফা তাদের উদ্বোধনী ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগের প্রথম ম্যাচে ‍লঁসের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। কিন্তু এর আগেই করোনার থাবায় আবারও পরিত্যক্ত হওয়ার শঙ্কায় ম্যাচটি।

ফরাসি লিগ ওয়ানের নিয়ম অনুযায়ী, কোনও দলের চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে তাদের ম্যাচ পরিত্যক্ত করা হবে। সেই হিসাবে পিএসজিতে আক্রান্ত ছয় খেলোয়াড়। যদিও লঁসের বিপক্ষে তাদের ম্যাচ পরিত্যক্তের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার