১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

জয়ে ফিরল টটেনহ্যাম

ফের জয়ের ধারায় ফিরল টটেনহ্যাম হটস্পার। লিডস ইউনাইটেডকে তিন গোলে উড়িয়ে দিল তারা। ফের দেখা গেল হ্যারি কেন এবং হিউন মিং সনের যুগলবন্দি। এই মৌসুমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। গোল করছেন তো বটেই, কিন্তু তার মধ্যে গোলের সহায়ক হয়ে ওঠার এক নতুন সত্ত্বা আবিষ্কার করেছেন কোচ জোসে মোরিনহো।

এ মৌসুমে এখনও পর্যন্ত ১০টি গোল করেছেন হ্যারি কেন। অথচ অ্যাসিস্ট করেছেন ১১টি। ইনবক্স স্ট্রাইকার বলতে যা বোঝায় এতদিন তাই ছিলেন তিনি, কিন্তু এবার উঠে নেমে খেলছেন হ্যারি। ফলে জায়গা পেয়ে যাচ্ছেন কোরিয় ফরোয়ার্ড সন। আর তার সদ্বব্যবহারও করছেন। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ১১টা গোল হয়ে গেছে তার। এর মধ্যে ৭০ শতাংশই কেনের পাস থেকে।

এদিন, লিডসের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি টটেনহ্যামের। বল দখল ছিল লিডসেরই বেশি। খেলার গতির বিরুদ্ধে পেনাল্টি পেয়ে যায় মোরিনহোর দল। গোল করতে ভুল করেননি হ্যারি কেন। এরপর তার পাস থেকেই ২-০ করেন সন। দ্বিতীয়ার্ধে সনের কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন টোবি অ্যাল্ডারোয়াইরেল্ড। এই জয়ে ফের প্রথম চারে (তৃতীয়) ফিরে এল স্পার্স।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

জয়ে ফিরল টটেনহ্যাম

প্রকাশিত : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

ফের জয়ের ধারায় ফিরল টটেনহ্যাম হটস্পার। লিডস ইউনাইটেডকে তিন গোলে উড়িয়ে দিল তারা। ফের দেখা গেল হ্যারি কেন এবং হিউন মিং সনের যুগলবন্দি। এই মৌসুমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। গোল করছেন তো বটেই, কিন্তু তার মধ্যে গোলের সহায়ক হয়ে ওঠার এক নতুন সত্ত্বা আবিষ্কার করেছেন কোচ জোসে মোরিনহো।

এ মৌসুমে এখনও পর্যন্ত ১০টি গোল করেছেন হ্যারি কেন। অথচ অ্যাসিস্ট করেছেন ১১টি। ইনবক্স স্ট্রাইকার বলতে যা বোঝায় এতদিন তাই ছিলেন তিনি, কিন্তু এবার উঠে নেমে খেলছেন হ্যারি। ফলে জায়গা পেয়ে যাচ্ছেন কোরিয় ফরোয়ার্ড সন। আর তার সদ্বব্যবহারও করছেন। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ১১টা গোল হয়ে গেছে তার। এর মধ্যে ৭০ শতাংশই কেনের পাস থেকে।

এদিন, লিডসের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি টটেনহ্যামের। বল দখল ছিল লিডসেরই বেশি। খেলার গতির বিরুদ্ধে পেনাল্টি পেয়ে যায় মোরিনহোর দল। গোল করতে ভুল করেননি হ্যারি কেন। এরপর তার পাস থেকেই ২-০ করেন সন। দ্বিতীয়ার্ধে সনের কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন টোবি অ্যাল্ডারোয়াইরেল্ড। এই জয়ে ফের প্রথম চারে (তৃতীয়) ফিরে এল স্পার্স।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার