আইনের চোখ ফাঁকি দিয়ে কিছু মানুষ নিজের খেয়ালখুশি মতো যা ইচ্ছে তাই করে। এমন ঘটনা অহরহ করে যাচ্ছে সমাজের কিছু রক্তচোষা মানুষ। এদের মত একজন রহমত মিয়াজি। দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব উজিয়ারাকান্দির মিয়াজি বাড়ির রহমত নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রবাসির জায়গা দখল ও দেয়াল ভাঙচুরের অভিযোগ ওঠেছে । জোরদবরস্তি করে রেমিট্যান্স যোদ্ধা মামুন মিয়ার জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে। রবিবার (পহেলা সেপ্টেম্বর) সকালে উজিয়ারা গ্রামে সরেজমিনে গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন রহমত ও তার সহযোগীদের ভয়ে ভীতির কারনে নিজের ক্রয় করা সম্পত্তি ও পৈত্রিক বসতবাড়ি ছেড়ে, থাকছেন নারায়ণগঞ্জ এলাকায়। ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পত্রিক সম্পত্তির পাশে প্রবাসি মামুন মিয়া তার বড় চাচা রব মিয়াজির থেকে সম্পত্তি ক্রয় করে একটি দেয়াল নির্মাণ করেন। বাড়ির সৌন্দর্য রক্ষার নামে এই দেয়াল রহমত তার সহযোগীরা দিনদুপুরে ভেঙে দিয়েছে। ইটের স্তুপ ও সিমেন্টের পলেস্তারা ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ির উঠানে। প্রবাসী মামুন মিয়াজির বাবা মিজানুর রহমান মিয়াজি বলেন, আমার ছেলে কষ্ট করে টাকা রোজগার করে, আমার বড় ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা ক্রয় করে। এই জায়গাটি ক্রয় করার পর থেকে আমার ভাতিজা রহমত আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। তার অত্যাচারে আমরা বাড়িঘর ফেলে রেখে নারায়ণগঞ্জ বসবাস করছি। গত দুই-তিন দিন আগে আমার বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি আমাদের ক্রয়কৃত জায়গার মধ্যে নির্মিত বাউন্ডারি দেয়াল ভেঙ্গে ফেলে। সেই জায়গাটা দখলের পায়তারা করছে। আমি স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়ে তদন্ত করে অত্যাচারী জুলুমবাজ আমার ভাতিজা রহমতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ভুক্তভোগী মামুন মিয়ার চাচা রব মিয়াজি বলেন,আমার পৈত্রিক সম্পত্তি মালয়েশিয়া প্রবাসী আমার ভাতিজা মামুনের কাছে নগদ টাকায় বিক্রি করি। সেখানে ভাতিজা মামুন বাউন্ডারি দেয়াল নির্মাণ করে। হঠাৎ আমার আরেক ভাতিজা রহমত লোকজন নিয়ে এসে সেই দেয়াল গুলো ভেঙ্গে ফেলে। আমি বাড়িতে না থাকায় দেয়ানগুলো ভাঙতে বাধা দিতে পারি নাই। এ বিষয়ে আমার ভাই থানায় অভিযোগ দায়ের করেন। নিজের সম্পত্তি রক্ষায় ও দেয়াল ভাঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনের কাছে সহযোগিতা ও বিচারের দাবি জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধা মালয়শিয়ান প্রবাসি মামুন মিয়া। তিনি বলেন, রহমত একজন খারাপ দুষ্ট প্রকৃতির লোক। সব সময় আমাকে ফোনে হুমকি ধামকি দিয়ে আসছে। আমি আমার বড় চাচার কাছ থেকে জায়গাটা কিনেছি। রহমতের এখানে কোন জায়গা নেই, তবুও উনিকেন আমার কাছে চাঁদা দাবি করে আর আমকে হুমকি-ধাম কি দেয়। সর্বশেষ লোকজন নিয়ে আমার নির্মিত দেয়ালটাও ভেঙ্গে ফেলেছে। আমার জায়গাটা দখল করবে বলে হুমকি দিচ্ছে। তার কারণে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মামুন মিয়ার পিতা মিজানুর রহমান মিয়াজি। অভিযুক্ত ব্যক্তি হলেন—উপজেলার পূর্ব উজিয়ারা গ্রামের নূর মোহাম্মদ মিয়াজীর ছেলে রহমত মিয়াজী। তবে ঘটনার বিষয়ে জানতে রহমত মিয়ার বাড়িতে গেলে তাকে না পাওয়ায় তার প্রতিক্রিয়া জানান সম্ভব হয়নি।
১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে প্রবাসির জায়গা দখলের চেষ্টা ও দেয়াল ভাঙচুরের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের
- দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশিত : ০৫:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- 87
ট্যাগ :
জনপ্রিয়