০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ দু’দিনের ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। ঢাকা সফরকালে আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

মালদ্বীপ থেকে পলিমাটি বাংলাদেশে আমদানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

উভয় পক্ষের এ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ দু’দিনের ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। ঢাকা সফরকালে আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

মালদ্বীপ থেকে পলিমাটি বাংলাদেশে আমদানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

উভয় পক্ষের এ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার